August 2, 2025

আপে’র নক্ষত্রপতন,আসন ধরে রাখতে পারলেন না অরবিন্দ কেজরীওয়াল!!

 আপে’র নক্ষত্রপতন,আসন ধরে রাখতে পারলেন না অরবিন্দ কেজরীওয়াল!!

অনলাইন প্রতিনিধি :-দিল্লি বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়াল পরাজিত হলেন বিজেপি প্রার্থী প্রবেশ ভার্মার কাছে। জেল থেকে ছাড়া পেয়েই ঘোষণা করেছিলেন, পুনরায় ভোটে জিতে তিনি মুখ্যমন্ত্রী হবেন। সেই জামিনে ছাড়া পেয়ে অতিশী মার্লনকে মুখ্যমন্ত্রী করে তিনি ছিলেন আড়ালে। এবার ভোটের লড়াইয়ে একেবারেই পেছনে চলে গেলেন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজিরওয়াল। ২০১৩ সাল থেকে বিধায়ক ছিলেন কেজরিওয়াল৷ ভোট গননার শুরু থেকে মাঝে দু একবার এগিয়ে গেলেও অধিকাংশ সময়ই পিছিয়ে ছিলেন বিজেপি প্রার্থীর থেকে।তবে একা কেজরিওয়াল নন, হারের মুখ দেখেছেন আপ-এর আর এক বরিষ্ট নেতা মণীশ সিসোদিয়াও।
ভোটে জিতেই অমিত শাহের বাসভবনে যান পরভেশ ভার্মা৷ দিল্লির নয়া সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকায় তাঁরই নাম উঠে আসছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *