August 22, 2025

আত্মনির্ভর হতে হাতের কাজ শিখতে ছাত্রছাত্রীদের আহ্বান কৃষিমন্ত্রীর!!

 আত্মনির্ভর হতে হাতের কাজ শিখতে ছাত্রছাত্রীদের আহ্বান কৃষিমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-দুই নং মোহনপুর যুব মোর্চার উদ্যোগে আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল একেবারে ব্যতিক্রম।যেখানে
অনুষ্ঠানের উদ্বোধক হলেন শ্রোতা ছাত্র
ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা হলেন
বক্তা। বৃহস্পতিবার মোহনপুর পঞ্চায়েত সমিতি হল প্রাঙ্গনে এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের আলোচনা শোনার পর প্রধান অতিথির ভাষণে কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, আত্মবিশ্বাসের সাথে আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে।শুধু ডিগ্রি লাভ করলেই চলবে না।বর্তমান চ্যালেঞ্জের যুগে ইংরেজি শিক্ষা তার সাথে হাতের যেকোনো কাজ শিক্ষা লাভ করতে জোর দিলেন।তিনি বারবার ছাত্র ছাত্রীদের সামনে বিশ্ববন্দিত বিবেকানন্দকে তুলে ধরলেন। তার বাণীর মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন, জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারাটাই হচ্ছে প্রকৃত শিক্ষা।শিক্ষার কথার উপর জোর দিয়েছেন সে
বিষয়েও বিবেকানন্দের উদ্ধৃতি টেনে বলেন স্বদেশী বিদ্যার সঙ্গে ইংরেজি পড়াশোনা চাই। মন্ত্রী বলেন, বর্তমান প্রতিযোগিতার বাজারে চাকরি না পেয়ে অনেকেই হতাশ হয়ে যায়। কিন্তু কারিগরি থাকতে হয় না। কৃষিমন্ত্রী বার বার একটি জায়গায় বিশেষ জোর দেন তা হল ইচ্ছাশক্তি। তিনি বলেন, বর্তমান দ্রুতগামী সমাজ ব্যবস্থায় যে যত বেশি জ্ঞানী এবং কারিগরি বিদ্যা জানে সে ততই এগিয়ে যেতে পারে। ভারতের নতুন শিক্ষানীতি নিয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, ভারতের এই শিক্ষানীতি পৃথিবীর এগারোটা দেশ গ্রহণ করছে। আত্মনির্ভর মানবিক মূল্যবোধের প্রকৃত মানুষ হতে আহ্বান রাখেন। ছাত্রছাত্রীরা যদি বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগায় এবং আত্মবিশ্বাস জাগিয়ে তুলে, তাহলে পূর্ণতার বিকাশে কেউ তাকে আটকাতে পারবে না। এদিনের গোটা অনুষ্ঠান ছিল অনুপ্রেরণার। নিজেদের ভবিষ্যৎ কারিগর ছাত্রছাত্রীরা নিজেরাই। ছাত্রছাত্রীদের উদ্দেশে মন্ত্রীর আহ্বান আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরতা তখনই শক্তিশালী হবে যখন নিজেকে ড্রাগস মুক্ত রাখতে পারবে। কেননা বর্তমানে রঙিন স্বপ্নে বিভোর হয়ে ছাত্রছাত্রীদের একটা অংশ নিজেদের শেষ করে দিচ্ছে। অথচ জানেনা তাদের মধ্যে আগামী ভারতবর্ষকে চালানোর শক্তি রয়েছে। কৃষিমন্ত্রী বলেন, আজকের তরুণ আগামী ভারতের সুর্যোদয়। তাদের চোখে আগামী দেশের শক্তি এবং মোহনপুরের গর্ব দেখতে পাচ্ছেন। তাই তাদের শত বাঁধাকে অতিক্রম করে মানবিক মূল্যবোধের মন্ত্রে দীক্ষিত হয়ে জীবন গড়ার স্বপ্নে এগিয়ে যেতে আহ্বান রাখলেন। এদিনের মোহনপুর যুব মোর্চা আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রী সবাই এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন, মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শংকর দেব, কাউন্সিলর কার্তিক আচার্য এবং যুব মোর্চার সভাপতি চন্দ্র কুমার শীল দাস সহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *