আট রাজ্যে নির্বাচিত হলো নতুন সভাপতি!!

অনলাইন প্রতিনিধি :- আট রাজ্যের সভাপতি নির্বাচন হল বিজেপির, মঙ্গলবার এই আটজনের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে রাজীব বিন্দাল ও মহেন্দ্র ভাটকে ফের একবার নিজের-নিজের রাজ্যের দায়িত্বভারের জন্য সভাপতি করা হয়েছে। বাকি ছটি রাজ্যে নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। আন্দামান ও নিকোবরের বিজেপির রাজ্য সভাপতি নতুন মুখ নির্বাচন করা হলো অনিল তিওয়ারিকে। মহারাষ্ট্রে সভাপতির দায়িত্ব পেয়েছেন রবীন্দ্র চ্যাবন। ডাঃ কে বেইচুয়াকে করা হয়েছে মিজোরামের সভাপতি। তেলাঙ্গানায় বিজেপির রাজ্য সভাপতি হলেন এন রামচন্দ্র রাও।পদুচেরীতে দায়িত্ব পেলেন ভি পি রামালিঙ্গম।অন্ধ্রপ্রদেশের দায়িত্ব পেয়েছেন পিভিএন মহাদেব
হিমাচলে পরিবর্তন করা হয়নি সভাপতির মুখ। প্রাক্তন সভাপতি রাজীব বিন্দালকেই পুনরায় সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে উত্তরাখণ্ডেও আবারও বিজেপি আস্থা রেখেছে মহেন্দ্র ভাটের উপরই। আটটি রাজ্য নতুন সভাপতি পেলেও পশ্চিমবঙ্গ এখনও নতুন সভাপতি পায়নি। তবে বঙ্গ গেরুয়া শিবির সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার দুপুরেই জানা যাবে নাম। মঙ্গলবার বিজেপির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়,বঙ্গ বিজেপির সভাপতির পদে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া যাবে বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।