August 2, 2025

আজ শহর ছাড়ছে দীপজয়রা!!

 আজ শহর ছাড়ছে দীপজয়রা!!

অনলাইন প্রতিনিধি :-ভিনু মাঁকড় ট্রফি একদিনের ক্রিকেট টুর্নামেন্টে গতবারের খারাপ পারফরম্যান্সকে মাথায় রেখেই আগামীকাল শহর ছাড়ছে রাজ্য অনূর্ধ্ব ১৯ দল।দীপজয় দেবের নেতৃত্বে আগামীকাল বেলা এগারোটায় কুড়ি সদস্যক রাজ্যদলগুলি জয়পুরের উদ্দেশে রওনা দিচ্ছে।মূল টুর্নামেন্টে ত্রিপুরার লড়াই শুরু হবে ৪ অক্টোবর জম্মু কাশ্মীর ম্যাচ দিয়ে।এবার ত্রিপুরার গ্রুপে জম্মু কাশ্মীর ছাড়াও ি রয়েছে তামিলনাডু, মিজোরাম, ওড়িশা,পাঞ্জাব।
এদিকে,২০ সদস্যক দলটি মূল টুর্নামেন্টে খেলতে নামার আগে জয়পুরেই কিছু নিজেদের মধ্যে ও দুটি অন্য রাজ্যদলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে।জানা গেছে প্রস্তুতি ম্যাচগুলির পরই ২০ সদস্যক দল থেকে চূড়ান্ত ১৫ জনের দল গঠন করা হবে। কারণ বিসিসিআই ১৫জনের দলের বাইরে একজন ক্রিকেটারকেও বেশি নেবে না।অবশ্য যদি টিসিএ-২০ জনকেই জয়পুরে রেখে দিতে চায় তাহলে বাকি পাঁচজনের একজনও দলের সঙ্গে মাঠে থাকতে পারবে না।এদের খরচও টিসিএর।এদিকে নতুন কোচ নতুন অধিনায়ক নতুন পরিকল্পনা নতুন স্বপ্ন প্রত্যাশা নিয়েই এবার ভিনু মাঁকড় ট্রফি খেলতে যাবার কয়েক ঘন্টা আগে রাজ্যদলের নতুন কোচ প্রাক্তন রঞ্জি তারকা অমিতাভ বিলাসকর বলেন, টিসিএ এবং নির্বাচকরা আমাদের হাতে যে দলটি তুলে দিয়েছে তা তো খুব ভালো ফাইট করা যাবে।আমার প্রত্যাশামতোই দলে পেয়েছি।গত বছর কী হয়েছিল তা এখন অতীত। এবার নতুন দল।আমার বিশ্বাস, এবার দল ভালো রেজাল্ট করেই ফিরবে। ছেলেরা, আগরতলায় প্র্যাকটিস ম্যাচে ভালোই করেছে।বাকিটা জয়পুরে গিয়ে সবাই ব্যাট বলের চূড়ান্ত প্রস্তুতি নিয়েই লড়াইয়ে নামবে।
২০ সদস্যক রাজ্যদল: দীপজয় দেব (অধিনায়ক), দেবাংশু দত্ত(সহ- অধিনায়ক),আয়ুশ অনিল দেবনাথ, শশীকান্ত বিন, রায়হান আহমেদ, রোহন বিশ্বাস, রাকেশ রুদ্রপাল, অর্কজিৎ রায়, রিয়াদ হোসেন, অনুকূল চন্দ্র দেব, তন্ময় মণ্ডল, রাহুল সূত্রধর, অভীক পাল, শুভজিৎ সঞ্জীব দাস, সুজিত ঋষি দাস, সৌরভ সাহা, ধৃতিমান নন্দী, অর্কজিৎ পাল, রুদ্র সেনগুপ্ত ও অভিরাম বিশ্বাস। কোচ – অমিতাভ বিলাসকর, সন্দীপ ব্যানার্জী, সুবল চৌধুরী, ফিজিও – রাকেশ কুমার মোদক, ট্রেনার – উত্তম দে।
ম্যানেজার – দেবজ্যোতি দত্ত।
প্রসঙ্গত,জয়পুরে ভিনু মাঁকড় ট্রফিতে ত্রিপুরার ম্যাচগুলি এমন – ৪ অক্টোবর প্রতিপক্ষ জম্মু কাশ্মীর,৬অক্টোবর প্রতিপক্ষ তামিলনাড়ু, ৮ অক্টোবর প্রতিপক্ষ মিজোরাম, ১০ অক্টোবর প্রতিপক্ষ ওড়িশা, ১২ অক্টোবর প্রতিপক্ষ পাঞ্জাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *