August 2, 2025

আজ থেকে গুয়াহাটিতে ত্রিপুরা-ওড়িশা ম্যাচ শুরু।।

 আজ থেকে গুয়াহাটিতে ত্রিপুরা-ওড়িশা ম্যাচ শুরু।।

অনলাইন প্রতিনিধি :-জাতীয় ক্রিকেটে জীবনের প্রথম ম্যাচ খেলতে নেমে শুরুটা একেবারেই সুখবর ছিল না- অনূর্ধ্ব ষোল রাজ্য খুদে ক্রিকেটারদের।দেবজ্যোতি পালরা প্রথম ম্যাচেই তামিলনাড়ুর মতো দলের কাছে দুই ইনিংসেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।তামিলনাডু ইনিংসও ২৩৭ রানে জয় তুলে নেয়।এদিকে, আগামীকাল থেকে গুয়াহাটির মঙ্গলদইয়ে বিজয় মার্চেন্ট ট্রফিতে ত্রিপুরা তাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামছে প্রতিপক্ষ ওড়িশা। তামিলনাড়ুর কাছে ব্যাটে বলে খারাপ পারফরম্যান্সকে ভুলে রাজ্যদলের ফোকাস এখন ওড়িশা ম্যাচে।গতকালের মতো আজও মাঠের মাঝ উইকেটে ছেলেদের ফিল্ডিং সাজিয়ে ম্যাচ খেলান দুই কোচ রাজর্ষি রায় চৌধুরী ও ড. পল্লব দাশগুপ্ত।ছেলেদের মধ্যে প্রতিভা থাকলেও জাতীয় স্তরের ম্যাচ খেলার অনভিজ্ঞ তাই দলকে প্রথম ম্যাচে জঘন্য পরাজয়ের মুখে ঠেলে দেয়।তারপরও ওড়িশা ম্যাচের আগে তাদের উজ্জীবিত করছেন কোচরা। এদিকে, ওড়িশা তাদের প্রথম ম্যাচে বিদর্ভের সঙ্গে ড্র করে। এই হিসাবে অগামীকাল থেকে শুরু হওয়া ম্যাচে ওড়িশা মানসিকভাবে এগিয়েই নামবে।জানা গেছে,ওড়িশার বিরুদ্ধে দলে কয়েকটি পরিবর্তন হতে পারে। ব্যাটিংয়েই পরিবর্তনটা হবে। এদিকে, গুয়াহাটির আকাশে এখন কালো মেঘের ঘনঘটা। দুপুরে দু-এক ফোঁটা বৃষ্টিও হয়েছে। তাই আগামীকাল মাঠে এসে সবকিছু দেখেই টিম ঘোষণা করা হবে।একই সঙ্গে টস জিতে কি সিদ্ধান্ত নেওয়া হবে তাও ঠিক হবে। তবে কোচরা চাইছেন ওড়িশা ম্যাচে ছেলেরা তাদের স্বাভাবিক খেলাটা যেন খেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *