August 2, 2025

আজ ত্রিপুরার সামনে ছত্তিশগড়!!

 আজ ত্রিপুরার সামনে ছত্তিশগড়!!

অনলাইন প্রতিনিধি :-ছত্রিশগড়ে অনূর্ধ্ব কুড়ি জাতীয় ফুটবল আসরে গ্রুপ লীগ পর্বের নিজেদের তৃতীয় তথা শেষ ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বুধবার খেলতে নামছে ত্রিপুরা। রামকৃষ্ণ আশ্রম গ্রাউন্ডে সকাল সাড়ে সাতটায় হবে ম্যাচটি।একই সময়ে অন্য ম্যাচে আসাম ও অরুণাচল প্রদেশ মুখোমুখি হচ্ছে।
প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশের সাথে দুই-দুই গোলে ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে আসামের কাছে ছয়-শূন্য গোলের বড় ব্যবধানে হারার পর গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে তথা কোয়ার্টার ফাইনালে ত্রিপুরার পক্ষে যোগ্যতা অর্জন করার সম্ভাবনা অনেকটাই কম।তবে
সুযোগ যে একেবারে নেই তা বলাটাও ঠিক হবে না। কারণ দুই ম্যাচে ত্রিপুরার দখলে এখন এক পয়েন্ট। মধ্যপ্রদেশ ও অরুণাচলেরও ঠিক দুই ম্যাচ খেলার পর এখন এক পয়েন্ট।
তবে আসাম যে টিম তাতে অরুণাচলের বিরুদ্ধে সহজেই ম্যাচ জিততে পারবে তারা এমনটাই মনে করা হচ্ছে। তবে ত্রিপুরা শেষ সুযোগ কাজে লাগাতে চেষ্টা করছে। আগামীকাল মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ জেতার লক্ষ্যে মাঠে নামছে ত্রিপুরা।
বুধবার বিকেলে ঘন্টা দেড়েক সময় অনুশীলন করেছে টিমটা। কোচ রাজেশ রায় চৌধুরী জানান গ্রুপ থেকে বের হওয়া আমাদের পক্ষে কঠিন তবে অসম্ভব নয়। আমরা শেষ চেষ্টা করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *