August 2, 2025

আজ চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩।

 আজ চাঁদের কক্ষপথে চন্দ্রযান-৩।

অনলাইন প্রতিনিধি :- চাঁদের উদ্দেশে দুই তৃতীয়াংশ দূরত্ব সম্পন্ন করেছে চন্দ্রযান তৃতীয় মহাকাশযান। ১৪ জুলাই উৎক্ষেপনের পর এখন পর্যন্ত এই দূরত্ব অতিক্রম করেছে মহাকাশযানটি। শুক্রবারে এই তথ্য দিয়েছে ইসরো।গত তিন সপ্তাহে পাঁচটিরও বেশি পর্যায় পার করেছে মহাকাশযানটি। পৃথিবী থেকে আরও দূরের কক্ষপথগুলোতে ধাপে ধাপে মহাকাশযানটিকে উন্নীত করে চলেছে ইসরো। তারপর পয়লা আগষ্ট একটি গুরুত্বপূর্ণ গতিবিধির আওতায় পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে মহাকাশযানটি এখন চাঁদের উদ্দেশে ছুটে চলেছে। চন্দ্রযান তৃতীয় বর্তমানে পৃথিবীকে পরিক্রমণ করা বন্ধ করে এখন একটি পথে গমন করছে যার মাধ্যমে সে পৌঁছে যেতে পারবে চাঁদের সন্নিকটে। বেঙ্গালুরুস্থিত ইসরোর সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে পাঁচ আগষ্ট রাত সাতটা নাগাদ চাঁদের কক্ষপথে প্রবেশ করার সময় নির্ধারিত করা হয়েছে। বর্তমানে মহাকাশযানটি স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং চাঁদের বুকে অবতরণের চেষ্টা করা হবে ২৩ আগষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *