August 2, 2025

আজব আবিষ্কার, পরোটার মতো দেখতে ঢাকায় দিব্যি চলছে সাইকেল।।

 আজব আবিষ্কার, পরোটার মতো দেখতে ঢাকায় দিব্যি চলছে সাইকেল।।

যে কোনও যানবাহনের চাকা হতে হবে সুগোল। এটাই এতদিন শাশ্বত ছিল।কিন্তু সেই সাবেক ধারণাকে বদলে দিয়েছে এই অদ্ভুত সাইকেল। এর চাকা সুগোল তো নয়ই, গোলও নয়।বরং ঠিক যেন পরোটা, ত্রিকোণাকৃতি।এই চাকাতেই দিব্যি সাইকেল চালাচ্ছেন আরোহী।এই সাইকেলটি (ছবি) চালানোর ৩৮ সেকেন্ডের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যেখানে এক যুবককে পরোটার আকারের চাকার সাইকেল চালাতে দেখা যাচ্ছে।যা দেখে নেটিজেন সমাজ কার্যত তাজ্জব বনে গেছে।আজকাল সৃজনশীলতার নানা ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।পরোটার আকারের চাকায় সাইকেল বানিয়ে চালানোটা তেমনই এক অভিনব বিষয়।সময়ের সঙ্গে সঙ্গে সাইকেলের ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে ঠিকই, তাই বলে এমন ‘বিজাতীয়’ সাইকেল বর্গাকার চাকার এমনই এক ভিডিও তোলপাড় ফেলেছিল।বিভিন্ন সূত্র, ঘেঁটে জানা গেছে, ত্রিভূজাকৃতির সাইকেলটির আবিষ্কর্তা রাশিয়ান ইঞ্জিনিয়ার সের্গেই গড়িয়েভ। ‘দ্য কিউ’ নামে গর্ডিয়েভের একটি ইউটিউব চ্যানেল রয়েছে।সেখানে নিত্য-নতুন উদ্ভাবনী শক্তির পরিচয় দেন তিনি।পরোটার আকারের চাকাওয়ালা সাইকেলের ভিডিয়ো সেখানেই তিনি প্রথম পোস্ট করেন।সের্গেই সম্পর্কে জানা গিয়েছে, তিনি একজন আজব প্রকৃতির ইঞ্জিনিয়ার। চকমপ্রদ জিনিস বানিয়ে সমাজকে চমকে দিতেই তিনি পছন্দ করেন।সাইকেল নিয়ে এর আগেও একাধিক পরীক্ষামূলক ভিডিয়ো তিনি পোস্ট করেছিলেন।অতীতে তিনি এমন একটি তৈরি করে সেটি পোস্ট করেছিলেন যেটি বরফে মোড়া পাহাড়ের খাড়াই বেয়ে উপরে উঠতে পারে। বিশ্বের সবচেয়ে ছোট সাইকেল তৈরিতেও কাজ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *