August 2, 2025

আগামী ২৩-২৯ নভেম্বর রাজ্যে হেরিটেজ ফেস্ট!!

 আগামী ২৩-২৯ নভেম্বর রাজ্যে হেরিটেজ ফেস্ট!!

অনলাইন প্রতিনিধি :-দ্বিতীয় বারের মতো রাজ্যে অনুষ্ঠিত চলেছে ‘হেরিটেজ ফেস্ট।’আগামী ২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে এই হেরিটেজ ফেস্ট।এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গোটা ভারতবর্ষের ২৫টি রাজ্য থেকে যুবক-যুবতীরা আসছে ত্রিপুরায়।পাশাপাশি ভূটান, নেপাল,ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ থেকেও প্রতিনিধিরা আসছেন এই অনুষ্ঠানে যোগ দিতে।আগামী ২৩ তারিখ সন্ধ্যায় স্বামী বিবেকানন্দ ময়দানে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। এছাড়াও উপস্থিত থাকবেন ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মঙ্গলবার যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা জানান সংস্থার সদস্যরা।এধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হলো রাজ্যের সংস্কৃতিকে দেশ-বিদেশের ঐতিহ্যের সঙ্গে মিলন ঘটানো। এমনটাই জানিয়েছেন যুব বিকাশ কেন্দ্রের কনভেনর দেবাশীষ মজুমদার।এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান, সহ সভাপতি এবং কনভেনর সহ সংস্থার অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *