August 1, 2025

আগরতলায় সিনিয়র রাজ্য ভলিবল শুরু হচ্ছে শুক্রবার।।

 আগরতলায় সিনিয়র রাজ্য ভলিবল শুরু হচ্ছে শুক্রবার।।

অনলাইন প্রতিনিধি :-কৃষ্ণ সাহা ও মিলন রাণী সাহা স্মৃতি রাজ্যভিত্তিক সিনিয়র ভলিবল আসর আগামীকাল (শুক্রবার) থেকে আগরতলায় শুরু হচ্ছে। উমাকান্ত একাডেমির ভলিবল গ্রাউন্ডে। তিন দিন ব্যাপী আয়োজিত এই ভলিবল আসরের উদ্বোধন হচ্ছে শুক্রবার। উমাকান্ত একাডেমির ভলিবল গ্রাউন্ডে বিকেল পাঁচটায় এর উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। প্রধান অতিথি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিশেষ অতিথি বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী ও বিশেষ শিক্ষাবিদ অসীম ভট্টাচার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ চন্দ। উদ্বোধনের আগে দুপুর দুটো থেকে পুরুষ ও মহিলা দুই বিভাগে প্রতিযোগিতা শুরু হবে। দুটি কোর্টে খেলা হবে। দিবা-রাত্রি প্রতিযোগিতা হবে। পুরুষ বিভাগে লীগ কাম নকআউট এবং মহিলা বিভাগে নকআউট ভিত্তিতে প্রতিযোগিতা হবে। পুরুষ বিভাগে আটটি এবং মহিলা বিভাগে সাতটি জেলা দল তাতে অংশগ্রহণ করবে। রাজ্য আসরকে সার্বিকভাবে সফল করে তুলতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে আয়োজক ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন। প্রতিযোগিতার দ্বিতীয় দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারী প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনেকেই।
আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, আগরতলা ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল, টিএফএর সভাপতি প্রণব সরকার, টিসিএর সভাপতি তপন লোধ, সেন্ট্রাল জোনের জোনাল চেয়ারম্যান রত্না দত্ত, সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, ইস্ট জোনের চেয়ারম্যান সুখময় সাহা, এমআইসি হীরালাল দেববর্মা সহ অনেকেই উপস্থিত থাকবেন ওইদিন। ২ ফেব্রুয়ারী বিকেল পাঁচটায় সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ। বিধায়িকা মীনা রাণী সরকার, ক্রীড়া সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, ডিজিপি আইপিএস অনুরাগ, নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য, নিউজ টুডের এডিটর সুরজিৎ পাল প্রমুখ।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল দশ হাজার এবং রানার্সআপ দলকে আট হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। সঙ্গে ট্রফি ও সার্টিফিকেট। এমনটাই জানিয়েছেন ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের সচিব বিমান দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *