August 3, 2025

আখাউড়া-আগরতলা রেল রুট প্রস্তুত,ট্রায়াল সম্পন্ন!!

 আখাউড়া-আগরতলা রেল রুট প্রস্তুত,ট্রায়াল সম্পন্ন!!

প্রথম বারের মতো আখাউড়া-আগরতলা রেল রুটে রেল ইঞ্জিনে মালবাহী ট্রেন চলাচল করেছে। বৃহস্পতিবার দুপুরে পরীক্ষামূলক এই ট্রেন চলাচলের মাধ্যমে যাচাই করা হয়েছে রেলরুটের সক্ষমতা। যদিও এর আগে একাধিকবার গ্যাং কার চলেছে। ট্রেন চলাচলের পর প্রকৌশলীরা বলেছেন, রেলরুটটি পুরোপুরি প্রস্তুত। এদিন দুপুরে আখাউড়ার গঙ্গাসাগর থেকে যাত্রা করে রেলওয়ে ইঞ্জিন ও তার সাথে যুক্ত কয়েকটি পণ্যবহনকারী ওয়াগন। ট্রেনটির পরিচালক সবুজ পতাকা নাড়তেই হুইসেল বাজিয়ে চলতে শুরু করে ট্রেন। এটি আগরতলার নিচিন্তপুর সীমান্তের জিরো পয়েন্ট পর্যন্ত চলে। প্রায় চল্লিশ কিলোমিটার গতিতে চলেছে ট্রেন। এতে সময় লেগেছে প্রায় আট মিনিট। প্রথমবারের মতো এই রেলরুটে ট্রেন দেখে স্থানীয় লোকজনও ছিলো উৎফুল্ল। সীমান্তের জিরো লাইনে এসেই ভি চিহ্ন দেখিয়ে উল্লাস করেছেন এই রেল রুট নির্মানের সঙ্গে জড়িত প্রকৌশলীরা।

প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বাংলাদেশ প্রধান শরৎ শর্মা বলেছেন- আমরা আনন্দিত। ট্রায়াল হয়েছে। এই রেলরুট সব ধরনের ট্রেন চলাচলের জন্য প্রস্তুত তা নিশ্চিত করেই বলা যাচ্ছে। এখন সময়ের অপেক্ষা। দুই দেশের সরকার ঘোষণা দিলেই এই রেলরুটে ট্রেন চলাচলের উদ্বোধন হবে।
প্রথমবার এই রুটে ট্রেন চালিয়েছেন চট্টগ্রামের লোকোমাস্টার সাজু কুমার দাস। প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, এটা ঐতিহাসিক। ঢাকা-চট্টগ্রাম রেল রুটে তিনি ট্রেন চালান। তখন গঙ্গাসাগরে আখাউড়া-আগরতলা রেলরুট নির্মাণ দেখেছেন। তিনিই এই রুটে ট্রায়ল ট্রেন চালাবেন কখনো ভাবেননি। ট্রেন চালাতে পেরে তিনি খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *