আউশনেশ্বর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ২, আহত ৪০ পুণ্যার্থী!!

অনলাইন প্রতিনিধি :- উত্তর প্রদেশের বারাবনকিতে রয়েছে আউশনেশ্বর মহাদেব মন্দির। এখানে শ্রাবণ মাস উপলক্ষে বিপুল পুণ্যার্থীদের ভিড় হয়। গভীর রাতে মন্দিরে চলছিল জলাভিষেক। এমন সময় একটি বাঁদর বিদ্যুতের তারের উপরে পড়ে যায়, যার জেরে তার ছিঁড়ে যায় বিদ্যুতের। তাঁরটি গিয়ে লাগে লোহার কাঠামোয়। যার জেরে ভিড়ের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হন বেশ কয়েকজন পুণ্যার্থী। ধাক্কাধাক্কি, আতঙ্কে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ২ জনের। আহত আরও কমপক্ষে ৪০ জন পুণ্যার্থী। আশঙ্কাজনক অবস্থা তিনজনের।