August 3, 2025

আইসিইউ থেকে পালিয়ে এলেন‘কোমা’য় থাকা রোগী!!

 আইসিইউ থেকে পালিয়ে এলেন‘কোমা’য় থাকা রোগী!!

অনলাইন প্রতিনিধি :-এক রোগীকে হাসপাতালের আইসিইউ-তে আটকে রাখা হয়, তার পরিবারের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের জন্য। মধ্য প্রদেশের রতলম জেলার ২৭ বছর বয়সী এক যুবক খালি গায়ে, নাকে নল লাগানো কোনোভাবে আইসিও থেকে পালিয়ে এসে প্রকাশ্যে আনলেন হাসপাতালের ন্যক্কারজনক কান্ড। প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে তার বক্তব্য তাকে জোড় করে আইসিইউ-র বেডের সাথে বেঁধে রাখা হয়েছিল। তাঁর পরিবারের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতানোর জন্য। ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ পরিবার বর্গকে জানায় তিনি কোমায় চলে গিয়েছেন। চিকিৎসার জন্য আরও টাকা দরকার। সেই মতো তাঁর স্ত্রী কষ্ট করে কোনোভাবে ৫০ হাজার টাকা জোগাড় করে আনেন।পরবর্তী তে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁর স্ত্রীকে আবারো বলা হয় যে আরও ১ লক্ষ টাকার প্রয়োজন। ওই ব্যক্তির স্ত্রী যখন আরও ১ লক্ষ টাকা জোগাড় করে হাসপাতালে ঢুকছেন তখনই দেখেন, হাসপাতাল থেকে বেরিয়ে তাঁর স্বামী রাস্তায় চিৎকার করে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনা বলছেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই ব্যক্তি মিথ্যা বদনাম করছেন। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে হাসপাতালের ভাবমূর্তি নষ্ট করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *