August 2, 2025

আইপিএল দিল্লী ক্যাপিটেলসে ডাক পেলো বিক্রম

 আইপিএল দিল্লী ক্যাপিটেলসে ডাক পেলো বিক্রম

জয়পুরে সদ্যসমাপ্ত সৈয়দ মুস্তাক আলি টি-২০ ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার পেলেন রাজ্যদলের ওপেনার ব্যাটার বিক্রম কুমার দাস। টুর্নামেন্ট চলাকালীন সময়েই দিল্লী ক্যাপিটেলসের নজরে এসে যায় রাজ্যের এই তরুণ ওপেনারটি। জানা গেছে, খুব শীঘ্রই দিল্লী ক্যাপিলেটস তাদের ট্রায়াল ক্যাম্পে বিক্রম দাসকে যোগ দেবার জন্য জানিয়েছে। উল্লেখ্য, এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিক্রম কুমার দাস টানা তিন ম্যাচে হাফ সেঞ্চুরি করে। টুর্নামেন্টে তার আড়াইশোর উপর রান রয়েছে। গত বছর রাজ্য সিনিয়র দলের স্পিন বোলার অমিত আলিও আইপিএলে আরসিবির ক্যাম্পে ডাক পেয়েছিল। এমনকি নিলামে ও অমিতের নাম উঠেছিল। এবার বিক্রমের স্বপ্ন পূরণের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *