আইআইটি ভিলাইয়ে এক দিনের জ্বরে ছাত্রের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে তোলপাড়!!
আইআইটি ভিলাইয়ে এক দিনের জ্বরে ছাত্রের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে তোলপাড়!!
অনলাইন প্রতিনিধি :-আইআইটি ভিলাইয়ে প্রথম বর্ষের এক ছাত্রের আকস্মিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মাত্র এক দিনের জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সৌমিল সাহু (১৮), যিনি মধ্যপ্রদেশের বাসিন্দা।পরিবার ও সহপাঠীদের অভিযোগ, সৌমিলকে অসুস্থ অবস্থায় ক্যাম্পাসের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও সেখানে যথাযথ চিকিৎসা হয়নি। চিকিৎসায় অবহেলার ফলেই মৃত্যু হয়েছে বলে দাবি তাঁদের।
ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে আইআইটি ক্যাম্পাস। ক্ষোভে ফেটে পড়ে ছাত্রসমাজ, দফায় দফায় বিক্ষোভ দেখান তারা। অভিযোগ, এমন একটি নামী প্রতিষ্ঠানে পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামোই নেই। বিক্ষোভকারীদের বক্তব্য, “যদি সময়মতো চিকিৎসক বা অ্যাম্বুল্যান্স পাওয়া যেত, সৌমিলকে হয়তো বাঁচানো যেত।”এ ঘটনার পর দুর্গ থানায় গাফিলতির অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর করে তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, আইআইটি ভিলাই কর্তৃপক্ষ এক বিবৃতিতে শোকপ্রকাশ করে জানিয়েছে, সংশ্লিষ্ট মেডিক্যাল অফিসারকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, ক্যাম্পাসে ২৪ ঘণ্টা চিকিৎসক ও অ্যাম্বুল্যান্স পরিষেবার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও, ক্যাম্পাসের স্বাস্থ্যব্যবস্থা পর্যালোচনার জন্য এমস, স্থানীয় সরকারি মেডিক্যাল কলেজ এবং ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হচ্ছে, যা ১৫ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেবে।