October 28, 2025

অষ্টম বেতন কমিশনের সুপারিশে অনুমোদন মোদী মন্ত্রিসভার, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর নতুন বেতন কাঠামো!!

 অষ্টম বেতন কমিশনের সুপারিশে অনুমোদন মোদী মন্ত্রিসভার, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর নতুন বেতন কাঠামো!!

অনলাইন প্রতিনিধি :-অষ্টম বেতন কমিশনের সুপারিশের ‘টার্মস অফ রেফারেন্স’-এ অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। মঙ্গলবারের মন্ত্রিসভা বৈঠকের পর এ খবর জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত এই কমিশন কেন্দ্রীয় কর্মচারীদের মূল বেতন, গ্রেড পে, বিভিন্ন ভাতা ও পেনশন কাঠামোয় বড়সড় পরিবর্তনের প্রস্তাব দিতে পারে বলে জানা গেছে। সেই প্রস্তাবগুলির রূপরেখা বা ‘টার্মস অফ রেফারেন্স’ ইতিমধ্যেই কেন্দ্রের অনুমোদন পেয়েছে।
এর আগে, গত ১৬ জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিল কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, সপ্তম বেতন কমিশন ২০১৬ সালে চালু হয়েছিল, যার মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে অষ্টম বেতন কমিশনের নতুন বেতন কাঠামো।
বিচারপতি (অব.) রঞ্জনার নেতৃত্বাধীন এই তিন সদস্যের কমিশন—যার অন্য দুই সদস্য পুলক ঘোষ এবং পঙ্কজ জৈন—আগামী ১৮ মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছেন বৈষ্ণব। তাঁর দাবি, নতুন বেতন কাঠামো কার্যকর হলে দেশের ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং প্রায় ৬৯ লক্ষ পেনশনভোগী এর সুফল পাবেন।
মন্ত্রী আরও জানান, বিভিন্ন মন্ত্রক, রাজ্য সরকার এবং যৌথ পরামর্শদাতা সংস্থার মতামত নিয়েই এই ‘টার্মস অফ রেফারেন্স’ চূড়ান্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *