জাতীয় অনূর্ধ্ব ১৫ মহিলা ক্রিকেট, সিকিমের কাছে পরাজিত ত্রিপুরা!!
অশান্তির বাংলাদেশ, সীমান্তে কঠোর নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী!!
দৈনিক সংবাদ, অনলাইন।। বাংলাদেশে ক্রমবর্ধমান অশান্তির ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার( ভারত - বাংলাদেশ) সীমান্তে আরো কঠোর নজর রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার আগরতলা প্রজ্ঞা ভবনে পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী নিজেই এ কথা জানিয়েছেন । মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা হয়েছে। রাজ্যে বাংলাদেশকে কেন্দ্র করে কোন গন্ডগোল যাতে না হয়, তার জন্য সামাজিক মাধ্যমে কড়া নজরদারি রাখতে সাইবার ক্রাইমকে নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরায় সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এর মধ্যেই রাজ্য এসেছে ভারতীয় সেনাবাহিনীর ৭৩ মাউন্টেন ব্রিগেডের জোয়ানরা। সেনাবাহিনীর আধিকারিকরা সীমান্তে গিয়ে নিরাপত্তার পরিস্থিতি দেখেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা প্রতিবেশী দেশের সঙ্গে সহবস্থানে থাকতে চায়। তিনি বলেন রাজ্যের বাংলাদেশ সীমান্ত নিয়ে কোন চিন্তা নেই। রাজ্যবাসী যেন নিশ্চিন্তে থাকেন। তবে কোনও প্ররোচনায় যেন রাজ্যবাসী ওা না দেয়, এব্যাপারেও আহবান জানিয়েছেন।
