August 2, 2025

অল্পতে রক্ষা পেল ১৮০ জন যাত্রী সহ বিমান!!

 অল্পতে রক্ষা পেল ১৮০ জন যাত্রী সহ বিমান!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বৃহস্পতিবার দুপুরে গুয়াহাটি থেকে আগরতলা গামী ইন্ডিগোর ১৮০ আসনের এয়ারবাস বিমানে মাঝ আকাশে বিশ্বজিৎ দেবনাথ (৪১) নামে এক যাএী আচমকা বিমানের জরুরি কালিন দরজা খোলার জোর চেষ্টা করে। ওই যাএী বিমানের জরুরি দরজার পাশের সিটে বসেছিলেন। এয়ার হোস্টেজরা বাধা দিলেও জোর করে দরজা খোলার চেষ্টা করে এই যাএী। শেষ পযর্ন্ত বিমানের অন‍্য যাএীরা ছুটে এসে বাধাদানের কারনে এই যাএী দরজা খোলতে পারেনি। আতঙ্কিত, এবং উদ্বিগ্ন যাএীরা তাকে মাঝ আকাশেই প্রচন্ড মারধোর করে। বিমান আগরতলা এমিবি বিমানবন্দরে অবতরনের পর, তাকে বিমানেই আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ট‍্যাবলেটের নেশায় আসক্ত এই যাএীর বাড়ী জিরানিয়ায় বলে বিমানবন্দর সুএে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *