August 2, 2025

অর্থ নয়ছয় মামলা বিডিওর অভিযুক্ত আইও পলাতক!!

 অর্থ নয়ছয় মামলা বিডিওর অভিযুক্ত আইও পলাতক!!

অনলাইন প্রতিনিধি:- সরকারী অর্থ নয়ছয়ের অভিযোগে মামলা হলো এক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে। অথচ তিনি বরখাস্ত হননি। গ্রেপ্তারও হলেন না। মামলা রুজু হওয়ার পর থেকে পলাতক। এই ঘটনা জোলাইবাড়িতে। মামলা করেছেন খোদ বিডিও। অভিযুক্ত বিমল – দাস জোলাইবাড়ি ব্লকের রেগার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। চার বছর আগে সাতটি স্যাটেল শেড নির্মাণের আইও করা হয় তাকে। মোট প্রায় আট লক্ষ টাকার কাজ। চার বছর শেষ হয়ে গেলেও কাজগুলি শেষ হয়নি। বার বার বলা সত্ত্বেও আইও কাজ শেষ না করায় গত ১১ জানুয়ারী বাইখোড়া থানায় অর্থ নয়-ছয়ের অভিযোগ এনে বিমল দাসের বিরদ্ধে মামলা রুজু করেন বিডিও মানস ভট্টাচার্য। মামলা রুজু করেই খালাস বিডিও। অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে সরকারী এই আধিকারিকের কাছে। কিন্তু অভিযুক্তকে বরখাস্তের পথে যাননি। নিজের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে খবর পেয়ে এলাকা ছাড়েন বিমল দাস। স্ত্রীর হাতে পাঠান ছুটির দরখাস্ত। বিডিও ছুটির আবেদন নাকচ করে দেন। বারো দিন অতিক্রান্ত। অভিযুক্ত অফিসে গরহাজির। ফৌজদারি মামলা নিয়েছে পুলিশ। এ ধরনের মামলা রুজু হওয়ার পর প্রাথমিকভাবে সরকারী কর্মীর বরখাস্ত হওয়া স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে না গ্রেপ্তার, না বরখাস্ত! বেনিফিসিয়ারির জন্য বরাদ্দ অর্থের নয়ছয় কতটা নগ্নভাবে হচ্ছে এই ঘটনাই তার প্রমাণ। এনিয়ে জোলাইবাড়ি এলাকায় সাধারণ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *