ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
অযোধ্যায় বিশেষ ট্রেন!!

অনলাইন প্রতিনিধি :-রাম মন্দির দর্শনের জন্য বুধবার সকালে ১৩৩০ জন যাত্রী নিয়ে ধর্মনগর রেল স্টেশন থেকে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করলো একটি বিশেষ ট্রেন। এই উপলক্ষে এদিন সকালে ধর্মনগর রেল স্টেশনে রাম ভক্তদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিধায়ক যাদব লাল দেবনাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যোত দে সরকার, রাম মন্দির দর্শন অভিযানের রাজ্য ইনচার্জ এম কে নাথ, রেল দপ্তরের ডিআরএম (লামডিং) পি আর কুমার প্রমুখ। এদিন ধর্মনগর রেল স্টেশন থেকে অযোধ্যা বিশেষ “আস্থা” ট্রেনের সূচনা করলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন উপস্থিত অতিথিরা।