আহমেদাবাদ স্কুলে চাঞ্চল্য: দশম শ্রেণির ছাত্র খুন, অভিযুক্তের গোপন চ্যাট ফাঁস!!
অমৃত ভারত স্টেশন প্রকল্পে,বিপ্লবের উত্থাপিত প্রশ্নের জবাব দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী বৈষ্ণব!!

অনলাইন প্রতিনিধি:-অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ত্রিপুরায় কোন স্টেশনগুলি চিহ্নিত করা হয়েছে? সে স্টেশনগুলির কাজের অগ্রগতি কতটা হয়েছে? জানতে চেয়ে এই মর্মে বুধবার সংসদে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব। জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন, ত্রিপুরার চারটি রেল স্টেশন অমৃত ভারত স্টেশন প্রকল্পে চিহ্নিত হয়েছে।স্টেশনগুলি হলো ধর্মনগর, কুমারঘাট, আগরতলা এবং উদয়পুর কেন্দ্রীয় রেলমন্ত্রী জবাবে আরও জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রেল স্টেশনগুলির আধুনিকীকরণ, উন্নত পরিষেবা এবং যাত্রী স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়ে কাজ চলছে। এই মর্মে উন্নয়নের কাজ সর্বশেষ ইউপিএ সরকারের সময়ের তুলনায় নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সময়ে প্রায় ৬.৫ গুণ বৃদ্ধি পেয়েছে।কেন্দ্রীয় রেলমন্ত্রী জানান, আগরতলা স্টেশনে লিফ্টের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বারো মিটার ‘ফুট অভার ব্রিজ’ এবং স্টেশন বিল্ডিং কাজগুলি গ্রহণ করা হয়েছে।ধর্মনগর স্টেশনে প্ল্যাটফর্ম শেল্টার, অ্যাপ্রোচ রোড এবং বাউন্ডারি দেওয়ালের কাজ সম্পন্ন হয়েছে। সার্কুলেটিং এরিয়া, বারো মিটার ফুট ব্রিজ এবং এসকেলেটরের উন্নতির কাজগুলি গ্রহণ করা হয়েছে। কুমারঘাট স্টেশনে বারো মিটার ফুট ওভার ব্রিজ, সার্কুলেটিং এরিয়ার উন্নতি, অ্যাপ্রোচ রোড, নতুন ওয়েটিং হল এবং প্ল্যাটফর্ম শেল্টারের কাজ হাতে নেওয়া হয়েছে। এবং উদয়পুর স্টেশনে বারো মিটার ফুট ওভার ব্রিজ, ওয়েটিং হল এবং টয়লেটের উন্নতির কাজ গৃহীত হয়েছে। দীর্ঘমেয়াদি পদ্ধতিতে স্টেশনগুলির অত্যাধুনিকীকরণ ও পুনর্নবীকরণের জন্য যাত্রীদের অভিজ্ঞতা সুবিধার্থে এবং আরও উন্নত সুযোগ সরবরাহ করতে, ভারতীয় রেল এই অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু করেছে।
স্কিমটিতে স্টেশনগুলি উন্নত করার জন্য মাস্টার প্ল্যান এবং সেগুলি বাস্তবায়নের প্রস্তুতি রয়েছে। স্টেশন বিল্ডিংয়ের উন্নতি, ওয়েটিং হল, টয়লেট, বসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, যাত্রী ভিড়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ওভার ব্রিজ, লিফ্ট/ এসকেলেটর/ র্যাম্পের সুবিধা থাকবে। পাশাপাশি ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট-এর মতো স্কিমগুলির মাধ্যমে স্থানীয় পণ্যগুলির জন্য বিশেষ ব্যবস্থা, পার্কিং, মাল্টিমোেডাল ইন্টিগ্রেশন, দিব্যাঙ্গজনদের জন্য সুযোগসুবিধা আরও ভালো যাত্রী তথ্য সিস্টেম, এগজিকিউটিভ লাউঞ্জগুলির উন্নতি করার কাজও চলছে বলে জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী।