August 3, 2025

অমিত-প্রদ্যোত বৈঠক দিল্লীতে মধ্যস্থতাকারী আসছেন ১২ মে

 অমিত-প্রদ্যোত বৈঠক দিল্লীতে মধ্যস্থতাকারী আসছেন ১২ মে

অনলাইন প্রতিনিধি:-অবশেষে বুধবার দিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ হলো সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের। দুজনের মধ্যে তাদের দাবিদাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে মথা সুপ্রিমো নিজেই জানিয়েছেন।শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিশ্রুতি মোতাবেক মধ্যস্থতাকারী এ কে মিশ্র আগামী ১২ মে আগরতলা আসবেন বলে জানিয়েছেন। আগরতলা এসে তিনি সংশ্লিষ্ট সব মহলের সাথে আলোচনা করবেন।বৈঠক সম্পর্কে প্রদ্যোত আরও জানিয়েছেন,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে রাজ্যের জনজাতিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েই শুধু আলোচনা হয়েছে।কোনও রাজনৈতিক বিষয় এবং রাজনৈতিক পদ পাওয়া নিয়ে আলোচনা হয়নি।কারণ রাজ্যের জনজাতিদের স্বার্থ সুরক্ষিত করার ক্ষেত্রে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। যদিও তিনি শুরু থেকে বলে আসছেন,এই লড়াই তার ব্যক্তিস্বার্থ বা কোনও পদ পাওয়ার জন্য নয়।এই লড়াই
রাজ্যের জনজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই।জনজাতিদের জন্যই তিনি লড়াই করছেন।তবে এদিন অমিত শাহের সাথে বৈঠকে ঠিক কী কী বিষয়ে প্রদ্যোতের আলোচনা হয়েছে?বৈঠকের ফলাফল কী? বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা? হলে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে? তিপ্ৰা মথা বর্তমান সরকারে যোগ দেবে কিনা? নাকি বিরোধী আসনেই থাকবে?এই সব বিষয়ে কোনও কিছুই খোলসা করেননি।যে উদ্দেশ্যে বহু প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার, সেই উদ্দেশ্য কতটা সফল হলো তা কিন্তু জানা যায়নি।আশা করা হচ্ছে,আগামী এক দুই দিনের মধ্যে বিষয়গুলি স্পষ্ট হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকের আগে গত চার-পাঁচ দিন ধরে মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর যে সুরে কথা বলছিলেন, যে সুরে সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনা করছিলেন, তাতে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিলো।বুধবার দিল্লীতে অমিত-প্রদ্যোত বৈঠকের পর রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণের আভাস কিন্তু “একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এখুনি জোর করে কিছু বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *