August 5, 2025

অমরপুরে একাধিক প্রকল্পের উদ্বোধন!!

 অমরপুরে একাধিক প্রকল্পের উদ্বোধন!!

অনলাইন প্রতিনিধি :-অবশেষে বহু প্রতীক্ষিত অমরপুর মহকুমা হাসপাতালে সিজারিয়ান অপারেশন থিয়েটারের এবং  মহকুমা হাসপাতাল চত্বরেই পঞ্চাশ শয্যার হাসপাতাল বাড়ির আনুষ্ঠানিক দারোদঘাটন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে হাসপাতাল বাড়ির ও অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস,বিধায়ক অভিষেক দেবরায়, জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাস সাহা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মন্টি দেবনাথ রুদ্রপাল, বিএসির চেয়ারম্যান রবিত্র জমাতিয়া, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সুপ্রীয় মল্লিক, সহ স্বাস্থ্য দপ্তরের রাজ্য, জেলা ও মহকুমা স্তরের আধিকারিকরা।
একইদিনে মুখ্যমন্ত্রী করবুক মহকুমার উপনগরী চেলাগাংয়ে একশো শয্যা বিশিষ্ট কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের ছাত্রী আবাসনের ও চেলাগাং থানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী প্রথমে ছাত্রী আবাসনের দ্বারোদঘাটন করে চ্লাকাহাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, বিধায়ক অভিষেক দেবরায়,জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা সুভাশিষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছাত্রী আবাসনের উদ্বোধনী অনুষ্ঠানের শেষে আউট পোস্ট থেকে উন্নীত হওয়া চেলাগাং থানার ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *