অভিযানে এসে আক্রান্ত ড্রাগ ইন্সপেক্টর!!
             
      অনলাইন প্রতিনিধিঃ- ওষুধের দোকান পরিদর্শন করতে এসে এক ড্রাগ ইন্সপেক্টর শারীরিক ভাবে নিগৃহীত হলেন। ঘটনা শুক্রবার রাতে তেলিয়ামুড়া থানাধীন মহরছড়া এলাকায়। এদিন সন্ধ্যায় স্হানীয় আনন্দ মেডিকেল হল নামে একটি ঔষধের দোকানে পরিদর্শন কালে এক ব্যক্তি ড্রাগ ইন্সপেক্টর বিকাশ দেববর্মাকে আক্রমণ করে দোকানের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় মুহুর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া ও কল্যানপুর থানার পুলিশ। ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা।