জুলাই মাসে হবে শিলান্যাস,জিরানীয়ায় ৮০ কানি জমিতে তৈরি হবে অত্যাধুনিক পার্ক: সুশান্ত!!
অভিনন্দন জানিয়ে হাসিনাকে ফোন মোদীর!!

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশের জাতীয় সংসদের সদ্যসমাপ্ত নির্বাচনে বিপুল জয় পেয়েছে তাঁর দল আওয়ামী লীগ। চতুর্থ বারের জন্য সে দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার নজির গড়তে চলেছেন নিহত বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। এই ‘ঐতিহাসিক’ জয়ের জন্য সোমবার তাঁকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী সচিবালয়ের একটি সূত্র জানাচ্ছে, মোদী ফোনে হাসিনাকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘‘ভারত-বাংলাদেশ মৈত্রীকে স্থায়ী করতে এবং দু’দেশের জনঅংশীদারিত্ব শক্তিশালী করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’’