ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
অপেক্ষার প্রহর কাটিয়ে,কাল ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিনস পুরস্কার!!

অনলাইন প্রতিনিধি:-দীর্ঘ সময়ের অপেক্ষার প্রহর কাটিয়ে আগামী শনিবার শহরের মুক্তধারা প্রেক্ষাগৃহে রাজ্যের ৩৫ জন মেধাবী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের হাতে উঠবে ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিনস পুরস্কার। ইতিমধ্যে সেজে উঠেছে মুক্তধারা প্রেক্ষাগৃহ। তৈরি ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট এবং দৈনিক সংবাদ। আগামীকাল সকাল এগারোটায় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার হাত ধরেই এই গর্বিত অনুষ্ঠানের শুভ সূচনা হবে। এই অনুষ্ঠানকে আরও আলোকিত করে তুলতে উপস্থিত থাকবেন আগরতলা রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী শুভকরানন্দ মহারাজ, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. রতন কুমার সাহা এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিভাস দেব। এছাড়াও যার উজ্জ্বল উপস্থিতিতে নন্দিত হবে অনুষ্ঠান সেই ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ রাজ্যের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থিত থাকবেন ভূপেন্দ্র চন্দ্র দও ভৌমিক ট্রাস্টের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ এবং দৈনিক সংবাদ ও ইমপ্রিন্টের কর্মীরা।
প্রসঙ্গত ২০২৪ সাল থেকে দৈনিক সংবাদ এবং ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য এই ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিনস পুরস্কার চালু করেছে। ২০২৪ সালে যেখানে ৩২ জনের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়েছিল এবার (২০২৫) সেই সম্মানের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩৫ হয়েছে একটি বিশেষ ক্যাটাগরির ছাত্রছাত্রীদের তুলে আনার জন্য। আগামীকাল রাজ্যের বিভিন্ন অংশের এবং বিভিন্ন সামাজিক অবস্থা থেকে উঠে আসা ৩৫ জন মেধাবী এবং আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের হাতে সম্মান তুলে দেয়ার অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী সহ দৈনিক সংবাদের পাঠক সহ সবার সানুগ্রহ উপস্থিতি কামনা করেছেন দৈনিক সংবাদের ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল। প্রসঙ্গত দৈনিক সংবাদের প্রয়াত সম্পাদক ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের স্মৃতিতে এবং নিজেদের সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই দৈনিক সংবাদ এবং ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট ২০২৪ সাল থেকে এই মহতী উদ্যোগের কাজে হাত দিয়েছে। তবে মাত্র এক বছরেই এই পুরস্কার যে রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য এক আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে তার বড় প্রমাণ এ বছর রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রীর এই পুরস্কারের জন্য আবেদন করার বিষয়টিতে। তবে নিয়মের বেড়াজালে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে ঘোষণা অনুযায়ী সেই ৩৫ জনকেই বেছে নিতে। দৈনিক সংবাদ এবং ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের এই মহতী উদ্যোগ এই রাজ্যের মেধাবী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের নতুন ভবিষ্যৎ গঠনের কাজে কতটা সফল তা হয়তো আগামী দিন বলবে।