August 2, 2025

অন্নপ্রাশনে আসা অতিথিদের মদ্যপান ঘিরে তুলকালাম!!

 অন্নপ্রাশনে আসা অতিথিদের মদ্যপান ঘিরে তুলকালাম!!

অনলাইন প্রতিনিধি :-নেশাবিরোধী অভিযানে সরকার যতই কঠোর পদক্ষেপ গ্রহন করুক না কেন, রাতের তিলোত্তমা নগরী সন্ধ্যে নামলেই নেশার রমরমা আতুরঘঁর হয়ে উঠে। আর এই দুস্কর্মের নেপথ্যে কোনো ছদ্মবেশী জড়িত নয় বরং স্যুটে ব্যুটে হাইপ্রোফাইল ফুল বাবুরাই এর রসদ যোগাচ্ছে। গতকাল রাতের আশ্রম চৌমুহনী স্থিত মাঙ্গলিক বিয়েবাড়ির ঘটনা অন্তত এমনই জানান দেয়। সন্ধ্যে থেকেই একটি পারিবারিক সামাজিক অনুষ্ঠান চলছিল ধলেশ্বরস্থিত ৭ নং রোডস্থিত মাঙ্গলিক বিয়েবাড়িতে। সেই অন্নপ্রাশনে যোগ দেওয়া কিছু অতিথির মদ্যপানকে ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটে যায় গতকাল রাতে রাজধানীর জেল আশ্রম রোডের ধলেশ্বর ৭নং রোড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় জেলরোডস্থিত মাঙ্গলিক বিয়েবাড়ি তে অন্নপ্রাশনের অনুষ্ঠানে আসা নিমন্ত্রিতদের মধ্যে কয়েকজন সুরাপানে লিপ্ত হোন। অভিযোগ ঐ এলাকার বাসিন্দা চন্দন দত্তের বাড়ির মূল গেটের সামনেই নাকি দাঁড়িয়ে তাঁরা মদ্যপান করছিলেন। আর তা দেখে বাধা দিতে গেলেই ক্ষিপ্ত হয়ে উঠে অতিথিরা। প্রথমে বাকবিতণ্ডা পরবর্তী সময় শারিরীক ভাবে চড়াও হয় বাড়ির মালিকের উপর। চন্দন বাবুকে মারধর করায় উনার স্রী বাঁচাতে আসলে স্ত্রী সমেত ২ কন্যা সন্তানকেও মারধোর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই ছুটে আসে আগরতলা পূর্ব থানার পুলিশ। পরবর্তী সময় পরিস্থিতি শান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *