October 29, 2025

অন্ধ্রে চার লক্ষ হেক্টরের ফসল ক্ষতিগ্রস্ত ঝড়ের দাপটে!!

 অন্ধ্রে চার লক্ষ হেক্টরের ফসল ক্ষতিগ্রস্ত ঝড়ের দাপটে!!

অনলাইন প্রতিনিধি :- ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে অন্ধ্র ও ওড়িশায় ব্যাহত জনজীবন ৷ মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় বৃষ্টি। বুধবার গভীর রাত আড়াইটে নাগাদ, তীব্র ঘূর্ণিঝড় মন্থা উপকূলীয় অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় ৷
ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে অন্ধ্রে মৃত্য হয়েছে ১ জনের। প্রায় ৪ লক্ষ হেক্টরের ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে।অন্ধ্রপ্রদেশের
কোনাসিমা জেলার মাকানাগুডেম গ্রামে একটি খেজুর গাছ পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের ৩৮০০০ হেক্টর জমির ফসল ধ্বংস হয়েছে এবং ৪.৪ লক্ষ হেক্টর বাগানের ফসল নষ্ট হয়েছে । যার মধ্যে রয়েছে ধান, তুলা, ভুট্টা ইত্যাদি ফসল ৷অন্ধ্রের নেলোর জেলায় মঙ্গলবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ।দমকা হাওয়ার কারণে পূর্ব গোদাবরী, কৃষ্ণা এবং বিশাখাপত্তনম জেলায় শত শত গাছ ভেঙে পড়েছে। আপ্রকাশম জেলার ওঙ্গোলে স্রোতে একটি গাড়ি ভেসে গিয়েছে ।শ্রীকাকুলাম থেকে তিরুপতি জেলা পর্যন্ত সর্বত্র কৃষি ও উদ্যান ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ কৃষ্ণা জেলায় ধান, কলা এবং পেঁপে বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ৭৬০০০ মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে৷ অন্ধ্র সরকার বিভিন্ন স্থানে ২১৯ টি চিকিৎসা শিবিরের ব্যবস্থা করেছে । মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত ঘূর্ণিঝড় কবলিত জেলা কৃষ্ণা, এলুরু এবং কাকিনাড়ায় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *