অন্ধ্রপ্রদেশের মন্দিরে একাদশীর ভিড়ে পদপিষ্ট, মৃত অন্তত সাত!শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর!!
অন্ধ্রপ্রদেশের মন্দিরে একাদশীর ভিড়ে পদপিষ্ট, মৃত অন্তত সাত!শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর!!
অনলাইন প্রতিনিধি :-অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গা এলাকায় একাদশী উপলক্ষে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ পুজো দিতে আসা বিপুল সংখ্যক ভক্তের ভিড়ে হুড়োহুড়ি শুরু হয়,আর সেই হুড়োহুড়িতেই পদপিষ্ট হয়ে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, একই সময়ে বিপুল সংখ্যক ভক্ত মন্দিরে প্রবেশ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধাক্কাধাক্কির মধ্যেই ছড়ায় আতঙ্ক, সকলে একসঙ্গে বেরিয়ে আসার চেষ্টা করলে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়।মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, “বেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্টের ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত। মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত চিকিৎসা ও উদ্ধারকাজের ব্যবস্থা করা হয়েছে।” তিনি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন।একাদশীর বিশেষ পুজোর জন্য সেদিন মন্দিরে শত শত ভক্তের সমাগম হয়েছিল, যাঁদের অধিকাংশই মহিলা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনার কয়েকটি ছবি ও ভিডিয়ো, যেখানে দেখা যাচ্ছে—ভক্তরা ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করছেন, কেউ বা প্রাণ বাঁচাতে মন্দির চত্বর থেকে পালানোর চেষ্টা করছেন। কয়েকটি ভিডিয়োতে মৃতদেহও দেখা গিয়েছে, যদিও সেই দৃশ্যগুলির সত্যতা এখনও যাচাই হয়নি।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বহুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।