August 2, 2025

অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট : রাজ্যদল ঘোষণা টিসিএর।

 অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট : রাজ্যদল ঘোষণা টিসিএর।

অনলাইন প্রতিনিধি :-মধ্যপ্রদেশের ইন্দোরে আয়োজিত বিসিসিআই-এর এক দিবসীয় অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে ব্যাঙ্গালোরে যাচ্ছে রাজ্যদল। আগামী ২৩ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে যাচ্ছে ত্রিপুরা মহিলা ক্রিকেট টিম। এর আগে অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট টুর্নামেন্টের জন্য চূড়ান্ত রাজ্যদল ঘোষণা করলো আজ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ১৫ জনের মূল টিম ঘোষণা করা হয়েছে। সাথে আরও ৫ জনকে স্ট্যাণ্ডবাই হিসেবে রাখা হয়েছে। নির্বাচিত মহিলা ক্রিকেটারদের বৃহস্পতিবারএমবিবি স্টেডিয়ামে বিকেল তিনটায় রিপোর্ট করতে বলা হয়েছে। নির্বাচিত ক্রিকেটাররা হলেন— রূপালী দাস (উইকেট রক্ষক কাম অধিনায়ক),বিজয়া ঘোষ, জিয়া মণ্ডল, অভিধা বর্ধন, অস্মিতা দেবনাথ (সহ অধিনায়িকা), অস্মিতা দাস, পায়েল নম, পারমিতা চক্রবর্তী, প্রিয়া সরকার, তানিয়া দেব, মিনতি বিশ্বাস, রিফু দেববর্মা, রেশমি নোয়াতিয়া, অন্তরাণী নোয়াতিয়া ও দেবশ্রিতা চৌধুরী। স্ট্যাণ্ড বাই –স্নিগ্ধা সরকার, রেবিকা নোয়াতিয়া, অস্মিতা দাস, অঙ্কিতা পাটারি ও ভূমিকা নায়েক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *