August 1, 2025

অনূর্ধ্ব ১৪, ১৮ মহিলা ক্রিকেট, বিশালগড় দল গঠনে শীঘ্রই ওপেন ট্রায়াল!!

 অনূর্ধ্ব ১৪, ১৮ মহিলা ক্রিকেট, বিশালগড় দল গঠনে শীঘ্রই ওপেন ট্রায়াল!!

অনলাইন প্রতিনিধি :- রাজ্যভিত্তিক অনূর্ধ্ব চৌদ্দ ও অনূর্ধ্ব আঠারো মহিলা ক্রিকেটকে সামনে রেখে বিশালগড় ক্রিকেট অ্যাসোর তরফে মহকুমা দল গঠনে এক ওপেন ট্রায়াল ক্যাম্পের উদ্যোগ নেওয়া হচ্ছে। ওপেন ট্রায়ালের দিনক্ষণ যদিও এখনও ফাইনাল করতে পারেনি মহকুমা ক্রিকেট সংস্থা। বৃষ্টির জন্য ওপেন ট্রায়ালের দিনক্ষণ ঘোষণায় বিলম্ব হচ্ছে বলে অ্যাসোর তরফে জানা যায়। যদিও এই মুহূর্তে সিপাহিজলা জেলার এক জায়গায় বেশ কিছু মহিলা ক্রিকেটার প্রতিদিন ব্যাট বলের প্র্যাকটিস করে চলেছে। তাদের মধ্যে অনেকেই ওপেন ট্রায়ালে অংশ নিতে পারে বলে খবরে প্রকাশ।
এদিকে, ওপেন ট্রায়ালে টিসিএর মহিলা ক্রিকেটের এক নির্বাচক শিল্পী দেববর্মার থাকার কথা রয়েছে। শিল্পীই ওপেন ট্রায়াল ক্রিকেটারদের দেখে মহকুমা ক্রিকেটের উভয় বিভাগের দল গঠনে প্র্যাকটিসের জন্য প্লেয়ার বাছাই
করবেন।প্রসঙ্গত, সিপাহিজলায় এই মুহূর্তে যারা প্র্যাকটিসে রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার ছাড়াও রাজ্য মহিলা দলের হয়ে খেলেছে এমন ক্রিকেটারও রয়েছে বলেও জানা গেছে। মোট কথা এবার টিসিএর প্রথমবর্ষের অনূর্ধ্ব চৌদ্দ ও আঠারো বছরের মহিলাদের রাজ্যভিত্তিক ক্রিকেটের জন্য দুই বিভাগেই একটা ব্যালান্স দল গঠন করতে চাইছে বিশালগড়। বৃষ্টি বাঁধ না সাধলে আগামী তিন-চারদিনের মধ্যেই অনূর্ধ্ব চৌদ্দ, আঠারো দলের জন্য ওপেন ট্রায়াল ক্যাম্প ডাকা হবে।
এদিকে,এবার রাজ্য সিনিয়র ক্রিকেট এলিট গ্রুপের জন্য বিশালগড়ের সম্ভাব্য দলের প্র্যাকটিসও শুরু হয়ে যাবে। প্রাক্তন রঞ্জি তারকা তথা টিসিএর কোচ রাসুদেব দত্তের তত্ত্বাবধানে এবার সিনিয়র ক্রিকেট দল প্র্যাকটিসে নামবে। বিক্রম কুমার দাস,পারভেজ সুলতানরা বিশালগড় মহকুমার হয়ে খেলবে।রাজ্য সিনিয়র (পুরুষ) ক্রিকেটে সদর, উদয়পুর ছাড়াও বিশালগড় টিম বরাবরই শক্তিশালী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *