August 3, 2025

অধীর-সহ ৩১ জন সাংসদকে সাসপেন্ড!!

 অধীর-সহ ৩১ জন সাংসদকে সাসপেন্ড!!

দৈনিক অনলাইন।। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চোধুরীকে সাসপেন্ড করলেন স্পিকার ওম বিড়লা। শুধু তিনি একা নন, অধীরের সঙ্গে আরও ৩০ জন বিরোধী দলের সাংসদকে গোটা শীতকালীন অধিবেশনের জন্য বহিষ্কার করা হয়। তবে এদিনের অধিবেশনের শুরু থেকেই সংসদে তুমুল হই হট্টগোল শুরু হয়। বিল পেশের সময়ও একই ছবি দেখা যায়। বিল নিয়ে আলোচনার সময় বারবার বিরোধী সাংসদরা উঠে চলে আসেন নিজের আসন থেকে। এর পরই স্পীকার তাদের সাসপেন্ড করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *