August 5, 2025

অটোতে প্রসব,মৃত্যু সদ্যজাত শিশুর!!!

 অটোতে প্রসব,মৃত্যু সদ্যজাত শিশুর!!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আমবাসা।।মঙ্গলবার শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমবাসায়। পরিকাঠামো না থাকার কারনে করা যায়নি সিজারিয়ান ডেলিভারি। ছিলো না অ্যাম্বুলেন্সও।ফলে অটোতে হয়ে যায় প্রসব। কিন্তু বাঁচানো যায় নি সদ্যজাত শিশুটিকে।
জানা যায় এদিন সকালে বাগমারা বানপুইবুল হলাম পাড়া থেকে মঙ্গলরাম রিয়াং তার অন্তঃসত্ত্বা স্ত্রী রেবা মারাককে আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে।

সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে সাময়িক চিকিৎসার পর কুলাই স্থিত ধলাই জেলা হাসপাতালে রেফার করে দেয়। রেফার করলেও হাসপাতালের তরফ থেকে দেওয়া হয়নি অ্যাম্বুলেন্স। পরিবারের লোকজন বাধ্য হয়ে অটো রিকশায় করে অন্তঃসত্ত্বা মহিলাকে কুলাই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে। অটোতে উঠানো মাত্রই সেখানে সন্তান প্রসব করে ঐ মহিলা। পরবর্তী সময়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অনেক কষ্টে সেখানে ডেকে আনা হয়। একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় রেবা মারাক। পুনরায় আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঐ মহিলা ও শিশুটিকে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের লোকজনদের অভিযোগ, সময় মত চিকিৎসা পরিষেবা ও অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে বর্তমানে রেবা মারাক আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।
এদিকে এমওআইসি ডাঃ কমল হালামের বক্তব্য, ডেলিভারির ক্ষেত্রে আগে থেকেই সমস্যা ছিল। শিশুটির পালস পাওয়া যাচ্ছিল না। তাই রেফার করার উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু ওই প্রক্রিয়া চলাকালীন সময়েই ওই মহিলা সন্তান প্রসব করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *