মর্মান্তিক! ইট ভাটায় চুল্লি ভেঙে মৃত্যু চার শ্রমিকের! আহত আরও চারজন!!
তৃণমূলের মনোনয়ন
৫৭ যুবরাজ নগর কেন্দ্রে শনিবার তৃনমূল কংগ্রেস দলের প্রার্থী ডাঃ মৃণাল কান্তি দেবনাথ মনোনয়ন পত্র জমা দিলেন। এদিন বেলা ২টায় রিটার্নিং অফিসার তথা ধর্মনগরের মহকুমা শাসক এল ডার্লং-এর নিকট মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়ন পত্র জমা দেওয়া কে কেন্দ্র করে মিছিলের আয়োজন করে তৃনমূল। ধর্মনগর বটরসি তৃনমূল কংগ্রেসের জেলা কার্যালয় থেকে প্রার্থী কে নিয়ে কর্মী সমর্থকরা পায়ে হেটে মিছিল করে ধর্মনগর মহকুমা অফিসে আসেন।