Categories: খেলা

িশ্বকাপে প্রথম একাদশে পন্থ ও কার্তিককে দেখতে চান পন্টিং

এই খবর শেয়ার করুন (Share this news)

নয়াদিল্লি: এই বছরে টি টোয়েন্টি বিশ্বকাপ আর আগামী বছরে দিন রাতের বিশ্বকাপ। আর এই দুই বিশ্বকাপকে পাখির চোখ করেই এখন ভারতীয় দল তাদের খেলোয়াড়দের তৈরি করার জন্য জোর প্রস্তুতি চালাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ যত সামনে এগিয়ে আসছে, ভারতের হয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার দাবিদার ততই বেড়েই চলেছে। আর সেখানে দলের যে স্থান নিয়ে সব থেকে বেশি প্রতিযোগিতা চলছে তা হল উইকেটরক্ষকের স্থান। এই মুহূর্তে ভারতীয় দলে বেশ কিছু মুখ এই স্থানে জায়গা করে নেওয়ার দৌড়ে রয়েছেন।

আর এবার সেই নিয়েই কথা বললেন অস্ট্রেলিয়া দলের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলকে কোচিং করানোর সুবাদে অনেক ভারতীয় খেলোয়াড়কেই কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। আর এই মুহূর্তে ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থও তার দলেরই অধিনায়ক। সেই কারণে আগামী দুটি বিশ্বকাপে কোন দুইজন উইকেটরক্ষক ব্যাটসম্যানের সুযোগ পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সেই  নিয়েই সংবাদমাধ্যমের কাছে কথা বললেন পন্টিং।

এই মুহূর্তে চারজন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ভারতের টি-টোয়েন্ট দলে জায়গা পাওয়ার জন্য দারুণ প্রতিযোগিতা চালাচ্ছেন। তারা হলেন ইশান কিষাণ, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক ও সঞ্জু স্যামসন। প্রত্যেকেই  সম্প্রতি ভারতীয় দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়ে জাতীয় নির্বাচকদের কাজ কঠিন করে তুলেছেন।

তবে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং অবশ্য এদের মধ্যে বিশ্বকাপে খেলার জন্য দুজনকে বেছে নিয়েছেন। তারা হলেন, ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক। ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স করেছেন ঋষভ। আর একইভাবে কার্তিকও ছন্দে রয়েছেন। এদের নিয়ে আইসিসির একটি শোয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন অজি অধিনায়ক বলেছেন, ‘আমরা দেখেছি, ৫০ ওভারের ক্রিকেটে ঋষভ পন্থ কী করে দেখাতে পারে। আর টি-টোয়েন্টি ক্রিকেটে ওর ক্ষমতা সম্পর্কে আমার থেকে ভাল আর কেউ জানে বলে আমার মনে হয় না। অন্য দিকে দীনেশ কার্তিক সম্প্রতি কেরিয়ারের সেরা আইপিএল মরশুম কাটিয়েছে। যদি আমি দায়িত্বে থাকতাম তাহলে যেকোনওভাবে এই দু’জনকে একসঙ্গে বিশ্বকাপের প্রথম একাদশে জায়গা করে দেওয়ার উপায় খুঁজে বার করতাম।’

শুধু এখানেই থেমে থাকেনি রিকি। তার সঙ্গে তিনি আরও জুড়ে দিয়েছেন, ‘ঋষভ প্রয়োজন মতো তিন-চার বা পাঁচ নম্বরে ব্যাট করতে পারে। উল্টোদিকে আবার দীনেশ এবং হার্দিক পান্ডিয়া যদি ফিনিশারের ভূমিকায় পন্থের পরে থাকে তাহলে ভারতের ব্যাটিং লাইনআপকে অত্যন্ত ভয়ঙ্কর দেখাবে।’ তবে উইকেটের পিছনে পন্থকেই এগিয়ে রেখেছেন তিনি।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

8 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

8 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

18 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

18 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

19 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

19 hours ago