অনলাইন ডেস্ক, কলকাতা: মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (EU) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরিত হয়েছে। তিনি জানান, এই চুক্তির আওতায় বিশ্ব জিডিপির প্রায় ২৫ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের এক-তৃতীয়াংশ অন্তর্ভুক্ত।
ভার্চুয়ালি ‘ইন্ডিয়ান এনার্জি উইক’-এ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি একটি বড় অগ্রগতির কথা জানাতে চাই—গতকাল (সোমবার) ভারত ও ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে।” তিনি এই ঐতিহাসিক চুক্তির জন্য সকলকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী জানান, অনেকেই এই চুক্তিকে ‘সবচেয়ে বড় চুক্তির জননী’ বলে আলোচনা করছেন। তাঁর মতে, এই চুক্তি ১৪০ কোটি ভারতীয় এবং ইউরোপের কোটি কোটি মানুষের জন্য নতুন সুযোগ এনে দেবে।
তিনি বলেন, “এই চুক্তি বিশ্বের দুই বড় অর্থনীতির মধ্যে সমন্বয়ের এক উৎকৃষ্ট উদাহরণ। এটি বিশ্ব জিডিপির ২৫ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের এক-তৃতীয়াংশকে প্রতিনিধিত্ব করে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই মুক্ত বাণিজ্য চুক্তি ব্রিটেন ও ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন (EFTA)-এর সঙ্গে ভারতের আগের চুক্তিগুলিকে পরিপূরক হিসেবে কাজ করবে। এর ফলে বিশ্ব বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খল আরও মজবুত হবে।
তিনি বস্ত্র, রত্ন ও গয়না, চামড়া এবং জুতো শিল্পের সঙ্গে যুক্ত যুবসমাজ ও সকল সহকর্মীদের অভিনন্দন জানান। তাঁর কথায়, এই চুক্তি এই সমস্ত ক্ষেত্রের জন্য বিশেষভাবে সহায়ক হবে।
প্রধানমন্ত্রী বলেন, এই মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের উৎপাদন খাতকে শক্তিশালী করবে এবং পরিষেবা ক্ষেত্রেরও আরও বিস্তার ঘটাবে। পাশাপাশি, বিশ্বের প্রতিটি ব্যবসা ও বিনিয়োগকারীর কাছে ভারতের প্রতি আস্থা আরও বাড়বে। তিনি জানান, ভারত সব ক্ষেত্রেই বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করে চলেছে।