NH-48-র উপরে জ্যন্ত পুড়ে গেলেন ১০ যাত্রী!!

অনলাইন প্রতিনিধি :-দুর্ঘটনাটি ঘটেছে ৪৮ নম্বর জাতীয় সড়কের উপরে। কর্নাটকের চিত্রদুর্গ জেলার উপর দিয়ে যাচ্ছিল বাসটি। রাত দুটোর সময় একটি ট্রাক ডিভাইডার পার করে ভুল লেনে চলে আসে এবং উল্টোদিক থেকে আসা এসি বাসে ধাক্কা মারে।এরপরই বাসে আগুন ধরে যায়।
বাসের ভিতরে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী জীবন্ত অবস্থাতেই পুড়ে যান। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত কমপক্ষে ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

Dainik Digital: