দেশে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় গড়ে ২২ জন বিচারক!!

আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লিখিত উত্তরে এই তথ্য তুলে ধরেন।

অনলাইন ডেস্ক, কলকাতা: ভারতে বর্তমানে প্রতি ১০ লক্ষ জনসংখ্যার জন্য গড়ে প্রায় ২২ জন বিচারক রয়েছেন—এমনটাই বৃহস্পতিবার রাজ্যসভায় জানানো হয়েছে। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লিখিত উত্তরে এই তথ্য তুলে ধরেন।

তিনি জানান, বহু আগেই অর্থাৎ ১৯৮৭ সালে আইন কমিশনের ১২০তম প্রতিবেদনে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় ৫০ জন বিচারকের সুপারিশ করা হয়েছিল। তবে বাস্তবে সেই লক্ষ্যমাত্রা এখনও অনেকটাই অধরা।

আইনমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, বিচারক-জনসংখ্যার অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে ২০১১ সালের জনগণনার তথ্য (মোট জনসংখ্যা প্রায় ১২১ কোটির বেশি) এবং ২০২৬ সালে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও জেলা ও অধস্তন আদালতগুলিতে অনুমোদিত বিচারকের সংখ্যা ধরা হয়েছে।

একই সঙ্গে তিনি জানান, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (NCRB)-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে দেশে বিচারাধীন বন্দির সংখ্যা ছিল ৩ লক্ষ ৮৯ হাজার ৯১০ জন।

মেঘওয়াল স্পষ্ট করে বলেন, মামলার নিষ্পত্তি সম্পূর্ণভাবে বিচার বিভাগের অধিকারভুক্ত বিষয়। আদালতে মামলার জট বা পেন্ডেন্সির পেছনে একাধিক কারণ রয়েছে—যার মধ্যে রয়েছে মামলার জটিলতা, প্রমাণের ধরন, আইনজীবী, তদন্তকারী সংস্থা, সাক্ষী ও মামলাকারীদের সহযোগিতা, পাশাপাশি পর্যাপ্ত পরিকাঠামো ও সহায়ক কর্মীর অভাব।

Sujoy Guha: