সুখবর!! রাজ্যে এলো “ডেলয়েট”

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত

ধরে রাজ্যে এলো বিশ্বের প্রথম সারির মাল্টি ন্যাশনাল আই টি কোম্পানি “ডেলয়েট”।

বিশ্বের একশটি দেশে ছড়িয়ে রয়েছে এই কোম্পানি। চার লাখ পনের হাজার কর্মচারী। কেন্দ্রীয় সরকারের আই টি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবার রাজ্যেও এই কোম্পানি নিলিট,এনআইটি এবং রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একসাথে কাজ করবে।

এই উপলক্ষে বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা এবং ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমার উপস্থিতিতে “হার্টল্যান্ড ত্রিপুরা” প্রকল্পের উদ্বোধন হয়।

এই প্রকল্পের মাধ্যমে কোম্পানি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষিত যুবক যুবতীদের বাছাই করে
তাঁদের প্রশিক্ষণ দিয়ে নিজেরাই নিয়োগ করবে।

Dainik Digital: