৯ই রাজ্যে আসছেন জগৎ প্রকাশ নাড্ডা!!

এই খবর শেয়ার করুন (Share this news)
FacebookFacebookTwitterTwitterRedditRedditLinkedinLinkedinPinterestPinterestMeWeMeWeMixMixWhatsappWhatsapp

অনলাইন প্রতিনিধি :-২০২৩ সালের ৮ মার্চ বিজেপি শাসিত জোট সরকার দ্বিতীয়বারের মতো ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয়েছে এই রাজ্যে।দ্বিতীয় এই বিজেপি সরকারের প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষ উদ্যাপন উপলক্ষে আগামী ৯ মার্চ রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে হতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি আয়োজিত এক জন-সমাবেশ। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে যোগ দিতে রাজ্যে আসছেন সর্বভারতীয় বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা। এছাড়াও মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন সদস্য সদস্যা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে প্রদেশের অন্যান্য নেতা নেত্রী এবং বিভিন্ন মোর্চা পদাধিকারী,জেলা মণ্ডল থেকে আগত বিভিন্ন পদাধিকারী, কর্মী সমর্থকরা। প্রদেশ বিজেপি কার্যালয়ের আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে বুধবার সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, গত দুই বছরে রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার কি ধরনের কার্যক্রম সম্পন্ন করেছে কিংবা কি ধরনের কার্যক্রম নিয়ে পরিকল্পনা গ্রহণ করে রেখেছে এসব বিষয় নিয়ে জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যেই এই কার্যক্রমের আয়োজন করা হয়েছে। প্রদেশস্তরে এই কার্যক্রমের পর জেলা, মণ্ডল এবং বুথ স্তরেও একইভাবে এই কার্যক্রম হবে বলে তিনি জানান। এ দিন বেলা ১১টায় আয়োজিত এই সমাবেশ থেকে সব অংশের জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে এসে এতে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, এর আগে এ ধরনের কোনও কর্মসূচি অনুষ্ঠিত হয়নি রাজ্যে। টানা দুই বছরে বিজেপিশাসিত সরকার রাজ্যে সাধারণ অংশের জনগণের স্বার্থে কি ধরনের কার্যক্রম করেছে এ নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে আয়োজিত সমাবেশে।
সাংবাদিক সম্মেলন থেকে মন্ত্রী রতনলাল নাথ বলেন, সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে সরকার। এ কারণেই আগের তুলনায় রাজ্যে স্ব-সহায়ক দলের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি বিভিন্ন প্রকল্পে সব অংশের মানুষই উপকৃত হচ্ছেন এখন। এই সময়ের মধ্যে বিজেপ শাসিত জোট সরকার পর্যায়ক্রমে উন্নয়নের দিকে এগিয়ে গেলেও পেছন দিক থেকে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। মন্ত্রী বলেন, এই সরকার না সোশিয়ালিজম, না ক্যাপিটালিজম, না কমিউনিজমে বিশ্বাসী। এই সরকার শুধুই মানবতাবাদের বিশ্বাসী। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই সরকার সব অংশের জনগণেরই সহযোগিতা কামনা করে। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে দলের পক্ষে সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস, সম্পাদক ডেভিড দেববর্মা, বিধায়ক শম্ভু চাকমা সহ মিডিয়া ইনচার্জ সুনিত সরকারও উপস্থিত ছিলেন।

FacebookFacebookTwitterTwitterRedditRedditLinkedinLinkedinPinterestPinterestMeWeMeWeMixMixWhatsappWhatsapp
AddThis Website Tools
Dainik Digital

Recent Posts

উড্ডয়নের সময় খুলে পড়ে গেল বিমানের চাকা!!

অনলাইন প্রতিনিধি :-কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে আকাশে উড্ডয়নের পরই বিমানের একটি চাকা খুলে পড়ে যায়।…

21 hours ago

খারিজ নীরব মোদির জামিনের আবেদন!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার হীরে ব্যবসায়ী নীরব মোদির নয়া জামিনের আবেদন খারিজ করে দিল লন্ডন হাইকোর্ট।…

21 hours ago

ছত্রিশগড়ের জঙ্গলে প্রেসার কুকারে বোমা তৈরি!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার পুলিশ ও ডিআরজির একটি দল খাল্লারি থানার অন্তর্গত চামেদা গ্রামের জঙ্গল থেকে…

21 hours ago

সেতুবন্ধনের কাজ করেন টিসিএস’রা -মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-গত ২রা ডিসেম্বর থেকে শুরু করে দীর্ঘ প্রায় ছ'মাসের প্রশিক্ষণ পর্ব শেষ হলো…

22 hours ago

বিজেপির মন্ত্রীর অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করল পরিবার!!

অনলাইন প্রতিনিধি :-মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহের অপসারণ চাইল ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশির পরিবার।…

22 hours ago

পরিষেবার মানোন্নয়ন চাই!!

ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম এ বছর বর্ষা মরশুমে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।এরকমই…

23 hours ago