শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার হাত ধরে শুক্রবার একসঙ্গে রাজ্যের ৭৫২টি স্কুলে স্মার্ট ক্লাস উদ্বোধন হল। এই উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজিত হয় উমাকান্ত স্কুলে। মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন উমাকান্ত একাডেমির স্মার্ট ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে। এদিনও
মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষার গুণগত মান বিকাশে গুরুত্বারোপ করেন। বিজ্ঞানমনস্ক আবহ ছাত্রছাত্রীদের মধ্যে বিকশিত করার কথা বলেন মুখ্যমন্ত্রী। এই আধুনিক স্মার্ট ক্লাস যেমন শহরের স্কুলগুলোতে রয়েছে, তেমনি প্রত্যন্ত অঞ্চল গণ্ডাছড়া,কাঞ্চনপুর, রুপাইছড়ির মতো প্রত্যন্ত ব্লক এলাকাগুলোতে রয়েছে। রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা এই স্মার্ট ক্লাসের পরিষেবা পাবে। রাজ্যের শিক্ষার ইতিহাসে এটা একটা মাইলস্টোন বলে মনে করা হচ্ছে।