Categories: বিজ্ঞান

২৪ চোখের বিরল ‘বক্স’ জেলিফিশ দেখে অবাক বিজ্ঞানীরা।

এই খবর শেয়ার করুন (Share this news)

হংকংয়ের ব্যাপটিস্ট ইউনিভার্সিটির (এইচকেবিইউ) বিজ্ঞানীরা মাই পো নেচার রিজার্ভে ক্ষুদ্র, কিউব-আকৃতির, ২৪টি চোখযুক্ত বক্স জেলিফিশ আবিষ্কার করেছেন। সমুদ্রবিজ্ঞান মহলে এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে। হংকংয়ের বিজ্ঞানীরা জানাচ্ছেন, এমন ২৪টি চোখের জেলিফিশ এই প্রথম আবিষ্কৃত হয়েছে।


তারা জানিয়েছেন, চিনের জলে এই ধরনের বক্স জেলিফিশের হদিস এই প্রথম।
একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, হংকংয়ের ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা অধ্যাপক কিউ জিয়ানওয়েনের নেতৃত্বে ২০২০, ২০২১, ২০২২ সালে একটি পুকুরে এই বক্স জেলিফিশের হদিস পান।ওই পুকুরে চিংড়ির চাষ হয়। কী ভাবে ২৪ চোখের বক্স জেলিফিশ পাওয়া গেছিল? মাই পো নেচার রিজার্ভের একটি লোনা চিংড়ির পুকুর থেকে যে বিজ্ঞানীরা জেলিফিশের নমুনা সংগ্রহ করেছিলেন।স্থানীয়ভাবে ওই প্রজাতির জেলিফিশ ‘গেই ওয়াই’ নামে পরিচিত। গবেষকরা দেখতে পান, একাধিক জেলিফিশের নমুনার মধ্যে একটি নতুন প্রজাতি।গবেষকরা মাই পো নেচার- রিজার্ভের নামানুসারে নতুন পাওয়া প্রজাতির নাম দিয়েছেন ট্রিপেডালিয়া মাইপোয়েনসিস। অধ্যাপক কিউ বলেন, ‘আমরা নতুন প্রজাতির জেলিফিশের নাম দিয়েছি ট্রিপেডালিয়া মাইপোয়েনসিস, যাতে এর প্রকারের স্থান প্রতিফলিত হয়- যেখানে নতুন প্রজাতি প্রথম পাওয়া গিয়েছিল।


যদিও এটি বর্তমানে শুধুমাত্র মাই পোতে পরিচিত। আমরা বিশ্বাস করি, এই প্রজাতিটি পার্ল নদীর মোহনার সংলগ্ন জলেও বিতরণ করা হয়েছে।গেই ওয়াইস একটি জোয়ারের চ্যানেলের মাধ্যমে, মোহনার সঙ্গে সংযুক্ত রয়েছে।’ তিনি জানান, ওই জেলিফিশের ২৪টি চোখ চারটি ভাগে ভাগ করা রয়েছে। এক একটি ভাগে রয়েছে ছয়টি চোখ। একটি ভাগের ছয়টি চোখের মধ্যে দু’টিতে রয়েছে লেন্স। তা দিয়ে ছবি দেখতে পায় জেলিফিশ। বাকি চারটি দিয়ে তারা শুধু আলো অনুভব করতে পারে। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, অন্য জেলিফিশের তুলনায় এই বক্স জেলিফিশ অনেক দ্রুত সাঁতার কাটে। ট্রিপেডালিয়া মাইপোয়েনসিসের দৈর্ঘ্য ১.৫ সেন্টিমিটার। এর থেকে মানুষের কতটা ক্ষতি হতে পারে, এখন তা নিয়ে গবেষণা চলছে। তবে বিজ্ঞানীরা জানান, ছোট ছোট চিংড়ির শরীরে বিদ্যুতের শক দিতে পারে এই জেলিফিশ।
চিনের মূল ভূখণ্ডেও এই প্রজাতির জেলিফিশের খোঁজ চলছে। গোটা দুনিয়া জুড়ে মাত্র ৪৯ প্রজাতির বক্স জেলিফিশের (বৈজ্ঞানিক নাম কিউবোজোয়া) খোঁজ এখনও পর্যন্ত পেয়েছেন বিজ্ঞানীরা।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

6 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

6 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

16 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

16 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

17 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

17 hours ago