২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত ৭৫২!!

অনলাইন প্রতিনিধি :-আবার কি ফিরে আসছে কোভিড-১৯ -এর সেই কালো দিনগুলো? গত এক-দুই দিনের পরিসংখ্যান কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে।এর জন্য দায়ী করা হচ্ছে কোভিড-১৯ -এর নতুন ভ্যারিয়েন্ট জেএনওয়ানকে। আশঙ্কাকে বাড়িয়ে ভারতে গত চব্বিশ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। ২০২৩ সালের ২১ মের পর যা সর্বোচ্চ।গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ সংক্রমিত ব্যক্তির।এর মধ্যে দুজন কেরলের এবং একজন করে রাজস্থান এবং ছত্তিশগড়ের। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৪২০ জন।কোভিড থেকে সেরে উঠার জাতীয় হার রেকর্ড করা হয়েছে ৯৮.৮১শতাংশ।মৃত্যুর হার ১.১৯ শতাংশ।এখন পর্যন্ত কোভিড ভ্যাকসিনের ২২০.৬৭ কোটি ডোজ দেওয়া হয়েছে দেশে।

Dainik Digital: