১৮০০ ফুট নীচে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল লিফট, ফেসে রয়েছেন ১৪ জন!!

অনলাইন প্রতিনিধি :-রাজস্থানের ঝুনঝুন জেলায় তামার খনিতে লিফট ভেঙে ১৪ জন আটকে রয়েছে। তাদেরকে অক্ষত উদ্ধার করতে চালানো হয়েছে রাতভর উদ্ধার কার্য।হিন্দুস্থান কুপার লিমিটেডের ওই খনির রক্ষণাবেক্ষণের কাজ খতিয়ে দেখতে কলকাতা থেকে একটি ভিজিল্যান্স টিম মঙ্গলবার সেখানে পৌঁছায়। সন্ধ্যায় ভিজিল্যান্স দল খনিতে প্রবেশ করে। লিফটে চড়ে খনির কোনও একটি তলে পর্যবেক্ষণের জন্য যাচ্ছিলেন তারা। সে সময়ই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। রাত ৮টায় লিফটের চেইন ভেঙে তা ছিঁড়ে পড়ে। লিফটে ছিলেন কলকাতা থেকে আসা ভিজিল্যান্স টিমের কর্মী, খনির শ্রমিক এবং সংস্থার কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ মোট ১৪ জন।

Dainik Digital: