১৫ হাজার অর্গানিক গন্ধরাজ লেবু কলকাতায় রপ্তানি,কৃষিতে এগিয়ে গেছে ত্রিপুরা লাভবান হচ্ছেন কৃষকরা: রতন!!
অনলাইন প্রতিনিধি :-কৃষি ক্ষেত্রে এগিয়ে রাজ্য। ইতিমধ্যেই রাজ্যের কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল দেশ ও বিদেশে রপ্তানি হচ্ছে। বিশেষ করে ত্রিপুরার উৎপাদিত অর্গানিক ফসল গুণমানের জন্য দেশ-বিদেশে সমাদৃত হয়েছে। রাজ্যের উৎপাদিত অর্গানিক ফসলের চাহিদা দেশ-বিদেশে বাড়ছে।এতে রপ্তানিও বাড়ছে।এতে রাজ্যের কৃষকরা আর্থিকভাবে লাভবানও হচ্ছেন।রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করার কাজ চলছে। কৃষিকাজে কৃষকদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাহায্য করছে সরকার। সোমবার কলকাতার উদ্দেশে ত্রিপুরার উৎপাদিত ১৫ হাজার অর্গানিক গন্ধরাজ লেবু পাঠানোর কর্মসূচিতে এভাবেই অভিমত ব্যক্ত করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ।
শ্রীনাথ বলেন,ত্রিপুরায় উৎপাদিত গন্ধরাজ লেবু কলকাতায় রপ্তানির ঘটনা ত্রিপুরার কৃষিখাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। যেখানে জৈব কৃষিপণ্য সংগঠিত বাজার রপ্তানিমুখী ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে।ত্রিপুরা সরকার কৃষকদের ক্ষমতায়ন, কৃষক উৎপাদক সংস্থাগুলিকে শক্তিশালী করা এবং রাজ্যের স্বতন্ত্র কৃষিপণ্যকে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে।সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখেই ত্রিপুরার অর্গানিক গন্ধরাজ লেবুকে সংগঠিত মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।শ্রীনাথ বলেন, কলকাতায় লেবু রপ্তানির ক্ষেত্রে Tripura State Organic Farming Develop-ment Agency ও MOVCD-NER প্রকল্পের আওতায় গঠিত বর্মুরা অর্গানিক প্রডিউসার কোম্পানি লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খোয়াই জেলা, তেলিয়ামুড়া কৃষি মহকুমার ১০০ হেক্টর জমিতে চাষরত ৮০জন জৈব কৃষক কলকাতাভিত্তিক সাবলাইম গৌরমেট-এর নেতৃত্বে রয়েছেন সৌরভ গুপ্ত, মাধ্যমে সংগঠিত ব্যবসায়িক অংশীদারিত্বে যুক্ত হয়েছেন, যা কৃষকদের জন্য নিশ্চিত বাজার ও উন্নত মূল্যপ্রাপ্তি নিশ্চিত 'করবে।এদিকে, অনুষ্ঠানে উৎপাদিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, ত্রিপুরার অর্গানিক মিশন ডিরেক্টর রাজীব দেববর্মা প্রমুখ।