আগামী চৌদ্দ নভেম্বর থেকে আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে বিমান পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। কলকাতা বিমানবন্দরে রানওয়ের সংস্কার কাজের জন্য সেই বিমানবন্দরে বিমান নামা -উঠারক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষ কিছু বিধিনিষেধ জারি করেছিল। তাতে ত্রিশ অক্টোবর থেকে তেরো নভেম্বর পর্যন্ত পনেরোদিনের জন্য কলকাতা বিমানবন্দরে বিমান নামা -উঠায় এই বিধিনিষেধ জারি করা হয় ৷ তাতে কলকাতা বিমানবন্দরে নামা-উঠা করে এমন গোটা দেশের বিভিন্ন রুটের বিমানের পঞ্চাশ শতাংশের বেশি বিমান ছাঁটাই করা হয়। সেই কারণে আগরতলা-কলকাতা রুটের উভয় দিয়ে যাতায়াত করে এমন ছয়টি বিমান তুলে নেওয়া হয় । তার মধ্যে এয়ার ইণ্ডিয়ার একটি ১৪৪ আসনের এয়ারবাস ও ইণ্ডিগোর ১৮০ আসনের চারটি এয়ারবাস ও ৭৮ আসনের একটি এটিআর বিমান। আগে এগারোটি বিমান এই রুটে চলাচল করতো। ফ্লাইবিগ, এয়ার ইণ্ডিয়া ও ইণ্ডিগো মিলে মাত্র পাঁচটি বিমান গত ত্রিশ অক্টোবর থেকে চলাচল করছে। তাতে বিমান কমে যাওয়ায় বিমান টিকিটের প্রচণ্ড সঙ্কট দেখা দেয়। নতুন করে টিকিট কাটতে গিয়ে বিমান স্বল্পতায় টিকিট সঙ্কটে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। সঙ্কটাপন্ন রোগী সহ জরুরি কাজে এই রুটে যাতায়াত করতে গিয়ে বহু যাত্রী আটকে পড়েন ৷ কোনও কোনও দিনের কোনও কোনও বিমানের টিকিট মিললেও টিকিটের মূল্য তথা ভাড়া অস্বাভাবিক হয়ে যায়। নাগালের বাইরে চলে যায়। তারপরও অসহায় মানুষ নিরুপায় হয়ে সেই দুর্মূল্যে টিকিট নিয়েই কলকাতায় যাচ্ছেন ও কলকাতা থেকে আগরতলায় আসছেন। সেই
পরিস্থিতিতে আগামী চৌদ্দ নভেম্বর থেকে পুনরায় আগের মতো এই রুটের উভয় দিকে যাতায়াতে উঠিয়ে নেওয়া সবগুলি বিমান চালু হবে। এদিন থেকেই কলকাতা বিমানবন্দরে বিমান নামা -উঠার সেই বিধিনিষেধ প্রত্যাহার হচ্ছে। আগের মতো এগারোটি বিমানই চৌদ্দ নভেম্বর থেকে এই রুটে চালু হচ্ছে বলে বিমান বন্দর সূত্র জানিয়েছে। তাই চৌদ্দ নভেম্বর থেকে এই রুটে যাতায়াতে যাত্রীচাপ কমে যাবে।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…