১০ লক্ষ টাকার ঘুষ মামলায় এনএইচ আইডিসিএলের আধিকারিক গ্রেফতার সিবিআইয়ের হাতে!!

অনলাইন প্রতিনিধি :- বুধবার গুয়াহাটির জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) এর নির্বাহী পরিচালক এবং আঞ্চলিক কর্মকর্তা মাইস্নাম রিতেন কুমার সিংকে কলকাতা-ভিত্তিক একটি বেসরকারি সংস্থা থেকে ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় সিবিআই গ্রেপ্তার করে।
সিবিআই জানিয়েছে যে আসামের অন্যান্য চুক্তির পাশাপাশি ডেমো এবং মোরান বাইপাসের মধ্যে জাতীয় মহাসড়ক-৩৭- এ চার-লেন প্রকল্পের জন্য অনুকূল সময়সীমা (EOT) এবং সমাপ্তির শংসাপত্র নিশ্চিত করার জন্যই এই ঘুষ দেওয়া হয়েছিল। গ্রেপ্তারের পর, সিবিআই ভারতজুড়ে অভিযুক্তদের সাথে সম্পর্কিত সাতটি স্থানে তল্লাশি চালায়। অভিযানের ফলে নগদ ২.৬২ কোটি টাকা জব্দ করা হয় , সাথে সিং এবং তার পরিবারের সদস্যদের নামে নিবন্ধিত নয়টি জমি সম্পত্তি এবং ২০টি অ্যাপার্টমেন্টের নথিপত্রও জব্দ করা হয়।এছাড়াও তদন্তকারীরা বিলাসবহুল যানবাহন কেনার সম্পর্কিত নথিও উদ্ধার করেছেন ।

Dainik Digital: