দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, বিলোনিয়া।। দশ বছরের নাবালিকাকে ধর্ষণ করে ৭০ বছরের বৃদ্ধ। এই ঘটনা নিয়ে তোলপাড় নিহারনগর এলাকা। মঙ্গলবার ধর্ষিতা নাবালিকার পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ এনে পুরান রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছে। এদিন সন্ধ্যায় পুরান রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কার্যকারক খোকন সাহা জানিয়েছেন, অভিযুক্ত অনিল দাস দুদিন আগে থেকেই পলাতক। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
ঘটনা ১লা সেপ্টেম্বর দুপুরে। নিহার নগর হসপিটাল টিলা এলাকায়।
১০ বছরের নাবালিকা ও তার এক বড় বোন দুপুরে বাড়িতে একা থাকে। মা-বাবা দুজন শ্রমিকের কাজ করে। এদিন অন্যান্য দিনের মতনই সকালে কাজে দুজনেই বের হয়। এলাকারই প্রতিবেশী অনিল দাস। বয়স ৭০। স্ত্রী নেই। মেয়ের বিয়েও হয়েছে। অনিল দাস রাবার বাগানে টেপারীর কাজ করে। নাবালিকার বাড়ির পাশেই রাবার বাগানে কাজ করার সময দুপুরে অনীল দাস ১০ বছরের নাবালিকাকে ডেকে রাবার বাগানে নিয়ে যায়। নাবালিকা আবার অনিল দাস কে আগে থেকেই মামা বলে ডাকতো। রাবার বাগানের একটি পরিত্যক্ত ঘরে অনিল দাস নাবালিকাকে ধর্ষণ করে।
এই অভিযোগ এনে নাবালিকার পরিবার মঙ্গলবার পুরান রাজবাড়ী থানায় মামলা দায়ের করে। ঘটনা ৫ দিন আগে হলেও এতদিন নাবালিকা কাউকে কিছু বলেনি। কিন্তু তার শারীরিক অবস্থা ভালো না থাকায় মায়ের সন্দেহ হয়। শারীরিক সমস্যা নিয়ে জানতে গিয়েই এই ঘটনার কথা নাবালিকা তার মাকে জানায়। এলাকায় এই ঘটনা জানাজানি হতেই বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনিল দাসের খোঁজ করতেই সংশ্লিষ্টরা খবর পায় দুদিন আগেই এলাকা ছেড়ে সে পালিয়েছে। নাবালিকার মেডিকেল করা হয়েছে মঙ্গলবার।
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…
পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…
অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…
অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…