১লা নভেম্বর থেকে শুরু হচ্ছে ভুটানি মেলা!!

অনলাইন প্রতিনিধি:- কথিত আছে ভাদ্র মাসে কৃষ্ণ জন্মাষ্টমী থেকেই শীতের জন্ম।কিন্তু বর্তমানে আবহাওয়ার বদলে আশ্বিন পেরিয়ে কার্তিক মাস শুরু হয়ে গেলেও শীতের দেখা এখনো মেলেনি। আবহাওয়া পরিবর্তনের ফলে, কার্তিক মাসেও শীত যেন ডুমুরের ফুল। আর এদিকে শীতের ছোঁয়া না লাগতেই সুদূর ভূটান থেকে আগত হয়েছেন ভূটানিরা। মূলত গোটা বছর মুখিয়ে থাকেন ভূটানিরা এই শীতের সময়কালের দিকে। বলাবাহুল্য, সুদূর ভূটান থেকে আগত ভূটানিরা অনেকটা শীতকালের পরিযায়ী পাখির মতোই। গোটা বছর তারা অন্যান্য ব্যবসর সাথে জড়িত থাকলেও ,শীতকালে তাদের প্রধান ব্যবসা হয়ে উঠে নানান আধুনিক ডিজাইনের শিশু থেকে বৃদ্ধ আবাল বনিতাদের চোখ ধাধানো শীতবস্ত্রের সম্ভার তৈরি করে তা নিয়ে বহিঃরাজ্যে হাজির হওয়া। বর্তমানে অনলাইন বাজার কিছুটা বাদ সাধলেও এই প্রতিকূলতাকে পেছনে ফেলে একরাশ আশা নিয়ে প্রতি বছরের মতো এবারও ভুটানিরা বটতলা টিআরটিসির অন্দরে ভূটানি মার্কেটে তাঁদের গরম কাপড়ের পশরা সাজিয়ে বসার প্রস্তুতি নিয়ে রাজ্যে হাজির হয়েছেন। আগামী ১ নভেম্বর থেকে চালু হবে ভুটানি মার্কেটে ভুটানির দের সাজো সাজো রব, অর্থাৎ ভূটানি মেলা। তারই যাবতীয় চূড়ান্ত প্রস্তুতি চলছে শেষলগ্নে এখন। আশা করা যাচ্ছে এবারের দাপুটে শীতে রাজ্যবাসী কাবু তো হবেই তার সাথেই পাল্লা দিয়ে দারুণ ব্যবসা জমবে ভূটানিদের।

Dainik Digital: