অনলাইন প্রতিনিধি :- কিছুদিনের মধ্যেই বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে। প্রথম দফায় উত্তরপ্রদেশের প্রার্থী ঘোষণা হবে। যে তালিকায় নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নাম থাকার সম্ভাবনা। আগামী ২৯ ফেব্রুয়ারী বিজেপি কেন্দ্রীয় নির্বাচনি কমিটির বৈঠক হবে। সেই বৈঠকে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। আজ বিজেপির সদর দপ্তরে দলের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানেই স্থির হয়েছে ইন্ডিয়া জোটকে চাপে রাখতে দ্রুত প্রার্থী ঘোষণা শুরু করে দিতে হবে। প্রাথমিকভাবে স্থির হয়েছে প্রথম দফায় ১০০ আসনের প্রার্থী ঘোষণা করা হবে। সম্ভবত এক মার্চ থেকে বিজেপি প্রার্থী ঘোষণা শুরু করবে। এরপর চেষ্টা করা হবে ১৫ তারিখের মধ্যেই সব আসনের প্রার্থী ঘোষণা করা। কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে প্রার্থী বাছাই থমকে থাকছে জোটে জটের কারণে। অর্থাৎ সম্ভাব্য জোটশরিকদের কতটা আসন ছেড়ে রাখা হবে সেই সিদ্ধান্ত হয়নি। কারণ বেশ কিছু আলোচনা য মাঝপথেই থমকে রয়েছে। উত্তরপ্রদেশে রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে বিজেপি জোট করবে ঘোষণা করা হয়েছিল। ওই দলের সুপ্রিমো জয়ন্ত চৌধুরী নিজেই ঘোষণা করেন। কিন্তু সেই আলোচনা অগ্রসর হয়নি। জয়ন্ত চৌধুরীকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি – বলেছেন, আসন সমঝোতা চূড়ান্ত হলে আপনারা জানতে পারবেন। তিনি হঠাৎ কৃষকদের পক্ষেও সুর চড়িয়েছেন। কারণ পশ্চিম উত্তরপ্রদেশেই তার শক্তি। আর সেই পশ্চিম উত্তরপ্রদেশের প্রধান ভোটব্যাঙ্ক। হঠাৎ কৃষক আন্দোলন হওয়ার কারণেই জয়ন্ত চৌধুরী কিছুটা টেনশনে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ নিয়ে উঠেছে প্রশ্ন। ধরে নেওয়া হয়েছে যে, অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বিজেপির জোট হবে। সেই মতোই বিজেপি সাত আসনে লড়াই করতে চাইছে। বিধানসভা নির্বাচনও যেহেতু একসঙ্গে হবে তাই বিধানসভা ভোটেও হবে আসন সমঝোতা। কিন্তু নাইডু এবং পবন কল্যাণ আচমকা বিধানসভার আসন সমঝোতার প্রথম দফারফরমুলা ঘোষণা করে দিয়েছেন। যেখানে বিজেপি নেই। বিজেপি বিস্মিত। কারণ তাদের জন্য অপেক্ষা না করেই এই ঘোষণা। আর সেই কারণেই টেনশন বাড়ছে। এবার দক্ষিণ ভারতে আসন সংখ্যা বাড়াতে না পারলে বিজেপির ৩৭০ টি আসনের টার্গেট পূরণ হবে না বলেই আশঙ্কা। আর দক্ষিণে আসন বাড়াতে হলে জোটের প্রয়োজন। তামিলনাড়ু এবং অন্ধ্র দুই রাজ্যেই এবার বিজেপি আসন বৃদ্ধির আশা করছে। আজ বৈঠকে দক্ষিণের আসন নিয়ে আলোচনা হয়েছে। তেলেঙ্গানার প্রার্থী তালিকা নিয়েও সিদ্ধান্ত হবে ২৯ তারিখ। ঘোষণা করা হবে বাংলার প্রার্থী তালিকাও। অন্যদিকে একের পর এক রাজ্যে ইন্ডিয়া জোটের দলগুলির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাচ্ছে।শনিবার গোয়ায় আম আদমি পার্টি ও কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই রাজ্যে একা কংগ্রেস লড়বে। আপ কোনও প্রার্থী দেবে না। সুতরাং দানা বাঁধছে ইন্ডিয়া জোট। সেই কারণেই বিজেপি তৎপর দ্রুত ময়দানে নামতে।
অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…
অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…
অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…
ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…
অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…